প্রস্তাব ফিরিয়েছেন রাহুল, দিল্লির অধিনায়ক অক্ষর
আইপিএলে গত মৌসুমে দিল্লির অধিনায়কত্ব করেছেন রিশাভ পান্ত। এবার দল পরিবর্তন করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে গেছেন তিনি। সেখান থেকে আবার দিল্লিতে ভিড়েছেন লোকেশ রাহুল। তাই সবাই ধরেই নিয়েছিল, দিল্লির অধিনায়ক হতে যাচ্ছেন তিনিই। তবে জানা গেছে, অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাহুল। শেষ পর্যন্ত ভারত জাতীয় দলের হয়ে খেলা আরেক ক্রিকেটার অক্ষর প্যাটেলের ওপর আস্থা রেখেছে দিল্লি।
ভারতের হয়ে এরই মধ্যে দুইটি আইসিসি শিরোপা জেতা অক্ষর আইপিএলেও গত মৌসুমে দুর্দান্ত ছিলেন। প্রায় ৩০ গড়ে ২৩৫ রান করার পাশাপাশি ৭.৬৫ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। দিল্লির অধিনায়কত্ব পেয়ে অক্ষর বলেন, ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমার ওপর আস্থা রাখার জন্য আমি আমাদের মালিক এবং সাপোর্ট স্টাফদের প্রতি গভীর কৃতজ্ঞ।
দিল্লির যৌথ মালিক পার্থ জিন্দাল বলেছেন, ‘আমি একজন ক্রিকেটার এবং নেতা হিসেবে দেখেছি, অক্ষর কত উন্নতি করেছে।’
২০১৯ সাল থেকেই দিল্লিতে খেলছেন অক্ষর। আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে ১৮ কোটি টাকায় তাকে ধরে রাখা হয়েছিল। ১৫০টি আইপিএল ম্যাচ খেলে অক্ষর ১৩০.৮৮ স্ট্রাইক রেটে ১ হাজার ৬৫৩ রান করেছেন এবং ১২৩টি উইকেট নিয়েছে। ওভারপ্রতি এই বাঁহাতি স্পিনার রান দিয়েছেন ৭.২৮ হারে।
চলতি মাসের ২২ তারিখে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের। বিশাখাপত্তনমে দিল্লির প্রথম ম্যাচ ২৪ মার্চ, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। তার আগে তিনদিনের অনুশীলন ক্যাম্প করবে দলটি।