৫৬০ মডেল মসজিদে সৌদি কোনো অর্থায়ন করেনি

নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৫, ০০:০০
শেয়ার :
৫৬০ মডেল মসজিদে সৌদি কোনো অর্থায়ন করেনি

সরকারি অর্থে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ধর্ম মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে। এসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের কোনো অনুদান ছিল না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সৌদি আরব এখানে এক টাকাও দেয়নি জানিয়ে প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচার সরকারের অধীনে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে, যার খরচ এক বিলিয়ন ডলার। তাদের সমর্থকরা দাবি করেন যে, সৌদি সরকারের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কিন্তু সৌদি আরব কোনো টাকা দেয়নি। এটি জনগণের করের টাকায় এক বিলিয়ন ডলারের একটি প্রকল্প।

এই মসজিদ নির্মাণে অনেক অনিয়মের কথা উঠে এসেছে উল্লেখ করে প্রেস সচিব বলেন- দেখা গেছে খুবই প্রভাবশালী একজন মন্ত্রী তার এলাকায় শহরে না করে আট কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করেছেন, সেখানে তিনি

মসজিদ করেছেন সরকারি টাকায়। একটা মসজিদের ব্যয় ১৭ কোটি টাকা। এখানে এত দুর্নীতি হয়েছে যে, অনেকেই বলছেন- সেটা না হলে অর্ধেক খরচে করা যেত। সে বিষয়ে আজকে উপদেষ্টা পরিষদে আলাপ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এটি তদন্ত করার জন্য একটি কমিটি করে দিয়েছে।

প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন জানিয়ে শফিকুল আলম বলেন, সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অনেক আন্তর্জাতিক নেতারা আসেন। অধ্যাপক ইউনূস ওই সম্মেলনে কথা বলবেন। এর বাইরেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

সংস্কার কমিশন নিয়ে প্রেস সচিব বলেন, ছয়টি সংস্কার কমিশন অনেক সুপারিশ করেছে, যা প্রায় ২ হাজারের মতো। কিছু সুপারিশে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই, এগুলো প্রশাসনিক সিদ্ধান্ত এবং অর্থের সংশ্লিষ্টতা তেমন নেই। এগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে, এ জন্য প্রধান উপদেষ্টা এ বিষয়ে কাজ শুরু করেছেন।