চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারতের ৫ জন, আফগানিস্তানের ২

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫, ২০:১৭
শেয়ার :
চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারতের ৫ জন, আফগানিস্তানের ২

নিউজিল্যান্ডকে ফাইনালে পরাজিত করে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টে ঘোষিত সেরা একাদশে চ্যাম্পিয়ন দলটির ৫ ক্রিকেটারকে রাখা হয়েছে। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ও বাংলাদেশ থেকে কেউই এই একাদশে জায়গা পাননি। 

ভারতের বাইরে রানার্স আপ নিউজিল্যান্ড থেকে দ্বিতীয় সর্বোচ্চ চারজনকে একাদশে রাখা হয়েছে। এর বাইরে গ্রুপপর্বে একটি জয় পাওয়া আফগানিস্তানের দুই ক্রিকেটার সেরা একাদশে জায়গা পেয়েছেন। দ্বাদশ ক্রিকেটার হিসেবে বাছাই করা হয়েছে ভারতের অক্ষর প্যাটেলকে। 

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে টুর্নামেন্টসেরা হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। একাদশে ওপেনার হিসেবে রাখা হয়েছে তাকে। টুর্নামেন্টে দুই সেঞ্চুরিসহ ২৫১ রান করেছেন তিনি। তার পাশাপাশি ওপেনিংয়ে রাখা হয়েছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে। ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা এই ওপেনারের মোট রান ২১৬। 

তিন, চার ও পাঁচ নম্বরে রাখা হয়েছে ভারতের বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলকে। টুর্নামেন্টে ৫৪.৫০ গড়ে ২১৮ রান করেছেন কোহলি। চ্যাম্পিয়ন ভারত দলের সর্বোচ্চ রান সংগ্রাহক আইয়ার। ৪৮.৬০ গড়ে ২৪৩ রান এসেছে এই ব্যাটারের ব্যাটে। অন্যদিকে, ভারতের হয়ে ৬ নম্বরে ব্যাট হাতে নামলেও এই একাদশে ৫ নম্বরে রাখা হয়েছে রাহুলকে। 

ছয়, সাত ও আট নম্বরে রাখা হয়েছে তিন অলরাউন্ডারকে। তারা হলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমারজাই ও কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। পরের তিনটি জায়গায় ভারতের পেসার মোহাম্মদ শামি, নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি (চোটের কারণে ফাইনালে খেলতে পারেননি) ও ৩ ম্যাচে নয় উইকেট নেওয়া ভারতের লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। 

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ: রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, গ্লেন ফিলিপস, আজমাতুল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার, মোহাম্মদ শামি, ম্যাট হেনরি ও বরুণ চক্রবর্তী

১২তম খেলোয়াড়: অক্ষর প্যাটেল।