আর্জেন্টিনায় বড় দুর্যোগ, মেসির বার্তা
আকস্মিক বন্যায় বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা শহর। এই ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম। বড় এই দুর্যোগে দেশের মানুষের প্রতি সমর্থনের বার্তা পাঠিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
গত শুক্রবার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় মুষলধারে বৃষ্টিপাতের ফলে এই বিপর্যয় ঘটে। আকস্মিক বন্যায় বহু মানুষ মারা যায়। আট ঘণ্টার বৃষ্টিপাতের ফলে শহরের সেতু এবং রাস্তাঘাট ধ্বংস হয়ে যায় এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। নিজ দেশের নাগরিকদের সঙ্গে সংহতি প্রকাশ করতে মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থনের বার্তা পাঠিয়েছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে মেসি লিখেছেন, ‘বাহিয়া ব্লাঙ্কায় যা ঘটছে তা আমরা দুঃখের সঙ্গে পর্যবেক্ষণ করছি। প্রিয়জন হারিয়ে যাওয়া পরিবারের প্রতি আমার সমবেদনা এবং এই কঠিন সময়ে যারা কষ্টে আছেন তাদের সকলের প্রতি আমার সমর্থন রইল।’
বুয়েনস আইরেস অঞ্চলের দক্ষিণ-পশ্চিমের এই শহরের একটি বড় অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং কমপক্ষে ১ হাজার ২০০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার শহরে ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে; যা বার্ষিক মোট গড়ের এক তৃতীয়াংশ। ভিডিও ফুটেজে দেখা গেছে বেশ কিছু গাড়ি ভেসে গেছে।