চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চাহালের পাশে কে এই রহস্যময়ী নারী
ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে তার স্ত্রী ধানশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ প্রায় সম্পন্ন হওয়ার পথে। এরই মধ্যে গতকাল রবিবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল চলাকালে চাহালের সঙ্গে দেখা গেল অন্য এক তরুণীকে। যেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।
কে এই তরুণী?
চাহালের সঙ্গে যেই রহস্যময়ী তরুণীকে দেখা গেছে তিনি আরজে মাহাভাস নামেই পরিচিত। অবশ্য এবারই প্রথম নয় যে চাহালকে মাহাভাসের সঙ্গে দেখা গেচে। গত বছরের ডিসেম্বরেও চাহালের সাথে একটি ছবি শেয়ার করেছিলেন মাহাভাশ। তখনই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
মাহাভাস আলিগর শহরে জন্ম নেওয়া একজন ইউটিউবার। প্র্যাঙ্ক ভিডিওর জন্য ব্যাপকভাবে পরিচিত তিনি। মাহাভাস উত্তর প্রদেশের আলিগড়ের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরে নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে গণযোগাযোগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
প্রাঙ্ক ভিডিও করা ছাড়াও মাহাভাস একজন বিখ্যাত রেডিও জকি। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন একটি এফএম রেডিওতে। উটিউবে মজাদার এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করার জন্য পরিচিত মাহাভাস। নারী ক্ষমতা উন্নয়নেও ভিডিও বানিয়ে থাকেন তিনি।
চাহালের সঙ্গে প্রেমের গুঞ্জন
চাহালের সঙ্গে ইনস্টাগ্রাম পোস্টের পর তার সঙ্গে মাহাভাসের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও মাহাভাস প্রেমের গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন। এমনকি তিনি ভক্তদের তার গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং কোনো ভুয়া খবর না ছড়ানোর জন্য অনুরোধ করেছিলেন। চাহালও ভক্তদের কাছে এই ধরনের খবর না ছড়ানোর অনুরোধ কারণ। পরিবারের জন্য বিষয়টি কষ্টের বলেও উল্লেখ করেন তিনি।
চাহাল বর্তমানে জাতীয় দলে খেলছেন না। তবে তাতে তার কদর কমে যায়নি। ২০২৫ সালের আইপিএল নিলামে চাহালকে ১৮ কোটি রুপির বিশাল মূল্যে দলে নেয় পাঞ্জাব সুপার কিংস।