চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাটে-বলে সেরা কারা

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫, ১০:৫৪
শেয়ার :
চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাটে-বলে সেরা কারা

আইসিসি ইভেন্টে আরও একবার ফাইনালে উঠে শিরোপা বঞ্চিত হলো নিউজিল্যান্ড। গতকাল ভারতের কাছে ৪ উইকেটে হারে কিউইরা।

তবে শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনে ভারতকে ছাড়িয়ে গেছে নিউজিল্যান্ড। যেখানে চ্যাম্পিয়নস ট্রফি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র। প্রথম ম্যাচে না খেললেও পরের চার ম্যাচে দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করেছেন তিনি।

আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও রাচীন। একইসঙ্গে এবারের আসরের সেরা বোলারও নিউজিল্যান্ডেরই। পেসার ম্যাট হেনরি ফাইনালে না খেললেও ১০ উইকেট নিয়ে আছেন সবার ওপরে।

এদিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেছেন।