তামিমের ২৩তম সেঞ্চুরিতে মোহামেডানের বড় জয়

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৫, ১৭:৪৪
শেয়ার :
তামিমের ২৩তম সেঞ্চুরিতে মোহামেডানের বড় জয়

চলতি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম দুই ম্যাচে হাসেনি তামিম ইকবালের ব্যাট। তবে তৃতীয় ম্যাচে জ্বলে উঠলেন তিনি। আজ রবিবার বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি আদায় করলেন মোহামেডান অধিনায়ক। লিস্ট এ ক্রিকেটে একটি তার ২৩তম সেঞ্চুরি। তাতে ৫৮ বল হাতে রেখে বড় জয় পায় মোহামেডান। 

আজ আগে ব্যাটিংয়ে নেমে ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয় পারটেক্স। দলটির হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন তরুণ আহরার আমিন। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে জাওয়াদ মোহাম্মদের ব্যাটে। তারকায় ঠাসা মোহামেডানের বোলিং লাইন আপে সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৯ ওভার ২ বলে ৫০ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। ১০ ওভারে ১ মেডেনসহ মাত্র ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন নাসুম আহমেদ। ২ উইকেট শিকার করেন পেসার সাইফুদ্দিন আহমেদ। 

২১৯ রানের লক্ষ্যে ৩৫ রানের মধ্যে রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কনকে হারায় মোহামেডান। তবে ওপেনার তামিম ইকবাল রানের চাকা সচল রাখেন। চার নম্বরে নামা তাওহিদ হৃদয়কে নিয়ে প্রথমে ৬৫ রানের জুটি গড়েন তিনি। হৃদয় (৩৭) আউট হলে জয়ের পথে বাকি কাজটা তিনি সারেন মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে।

শেষ পর্যন্ত ১১২ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন তামিম। ইনিংসে ১১টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান জাতীয় দলের সাবেক এই ওপেনার। ৪৪ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন সদ্যই এই সংস্করণকে বিদায় জানানো মুশফিক।