ওমরাহ করলেন বাবর, মসজিদ-আল-হারামে ইফতার
ওমরাহ করেছেন বাবর। ছবি: সংগৃহীত
সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। এসময় মক্কার মসজিদ-আল-হারামে ইফতারও করতে দেখা যায় তাকে।
বাবর আজমের ভাই সাফির আজম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, কাবার পাশে খেজুর দিয়ে ইফতার করছেন বাবর। আরেকটি পোস্টে বাবরের সঙ্গে বেশ কয়েকটি ছবি আপলোড দিয়ে ওমরাহ পালন করার কথা জানান সাফির।
রমজান মাসে বাবরের ওমরাহ করা একটি নিয়মিত ঘটনা। গত বছরও রমজানে ওমরাহ পালন করেছিলেন তিনি।
পারফরম্যান্সের কারণে বর্তমানে বেশ সমালোচনার মুখে বাবর। ওয়ানডেতে নেপালের বিপক্ষে ২০২৩ সালে ১৫১ রানের ইনিংস খেলার পর ব্যাট হাতে ভুগছেন তিনি। ওপেনিং পজিশনে ফেরার পর ব্যাট হাতে আরও বাজে ফর্মে বাবর। এই সময়ে ৫ ইনিংসে তার রান যথাক্রমে- ১০, ২৩, ২৯, ৬৪ ও ২৩।