দুই গোলে এগিয়ে থেকেও হার দেখল বায়ার্ন
রাফায়েল গেরেইরোর জোড়া গোলে শুরুটা দারুণ করল বায়ার্ন মিউনিখ। কিন্তু এক গোল শোধ করে বোহম জোয়াও পালিনিয়া লাল কার্ড পাওয়ার পর বায়ার্নকে চেপে ধরে। জার্মান জায়ান্টদের স্তব্ধ করে স্মরণীয় এক জয় তুলে নেয় নিচের দলটি।
শনিবার বুন্ডেসলিগার ম্যাচে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ৩-২ গোলে হেরে গেছে বায়ার্ন। বোহমের হয়ে গোল তিনটি করেন ইয়াকোভ মেদিচ, ইব্রাহিমা সিসোকো, মাতুস বেরো। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ পর হারল বায়ার্ন।
এদিন ম্যাচের শুরুতে দারুণ দাপটও দেখায় বায়ার্ন। ১৪তম ও ২৮তম মিনিটে পর্তুগালের গেরেইরোর গোলে এগিয়ে যায় তারা। তাদের জয়ের সম্ভাবনাও জোরাল হয়। কিন্তু ৩১তম মিনিটে বায়ার্নকে চমকে দিয়ে ব্যবধান কমান ক্রোয়াট ডিফেন্ডার মেদিচ।
এর কিছুক্ষণ পরই ম্যাচের মোড় ঘুরে যাওয়া মুহূর্ত আসে। প্রতিপক্ষের একজনকে বাজেভাবে ফাউল করে ৪২তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন বায়ার্নের পর্তুগিজ মিডফিল্ডার পলিনিয়া।
একজন কম থাকার সুযোগে প্রতিপক্ষকে দারুণভাবে আটকায় বোহম। বায়ার্নকে চাপে ফেলে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় তারা। ৫১তম মিনিটে গোলটি করেন ফরাসি মিডফিল্ডার সিসোকো।
৭১তম মিনিটে বায়ার্ন সমর্থকদের চুপ করিয়ে দেন স্লোভাকিয়ার মিডফিল্ডার বেরো। অসাধারণ এক জয়ের গল্প লেখে বোহম।
যদিও হারলেও লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে ভালোভাবেই এগিয়ে আছে বায়ার্ন। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬১, দ্বিতীয় স্থানে থাকা শিরোপাধারী লেভারকুজেন থেকে এগিয়ে ৯ পয়েন্টে। ২৫ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলে ১৬ নম্বরে বোচুম।