স্ত্রীর মাধ্যমে আগামী বছরই আইপিএল খেলবেন, আশা আমিরের
বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসর বসেছিল ২০০৮ সালে। সেবার আইপিএলে খেলেছিলেন পাকিস্তানের ১১ ক্রিকেটার। এর মধ্যে আছেন শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, শোয়েব মালিক, কামরান আকমল, মোহাম্মদ হাফিজরা ।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর বদলে যায় চিত্র। পাকিস্তানি ক্রিকেটারদের জন্য চিরতরে বন্ধ হয়ে যায় আইপিএলের দরজা। দেশটির থেকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিতে মেন্টর থাকলেও কোনো ক্রিকেটারকে আর খেলারই সুযোগ দেয়নি ভারতীয় বোর্ড। তবে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির দেখছেন আইপিএল খেলার স্বপ্ন। সেটা আগামী বছরই অর্থাৎ ২০২৬ সালেই খেলতে পারবেন বলে আশা তার।
আমির মূলত খেলার আশা করছেন স্ত্রীর মাধ্যমে। তার স্ত্রী নার্জিস একজন যুক্তরাজ্যের নাগরিক। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি পেসার আমিরও তার মাধ্যমে যুক্তরাজ্যের পাসপোর্ট পাওয়ার আশা করছেন।
জিও টিভির ‘হারনা মানা হ্যায়’ নামক একটি অনুষ্ঠানে গিয়ে আমির বলেন, ‘পরের বছর থেকে আমার আইপিএল খেলার সুযোগ হবে এবং যদি সুযোগ দেওয়া হয়, তবে কেন নয়! আমি আইপিএলে খেলব।’
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ওপেনিং ব্যাটার আহমেদ শেহজাদও। তিনি জানান, আমির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের জন্য একজন ভালো সংযোজন হবেন এবং তাদের প্রথম আইপিএল শিরোপা অর্জনে সহায়তা করতে পারবেন।
শেহজাদের ভাষ্য, ‘আরসিবির বোলিং সমস্যা সমাধানের জন্য আমিরের মতো একজন বোলারের প্রয়োজন। তাদের ভালো ব্যাটিং ইউনিট আছে কিন্তু তাদের সমস্যা সবসময়ই বোলিং। যদি আমির আরসিবির হয়ে খেলেন, তাহলে তারা শিরোপা জিতবে।’
ভারতের বিরুদ্ধে আমিরের বেশ কিছু স্মরণীয় পারফরম্যান্স রয়েছে। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি একবার তাকে তার ব্যাট উপহার দিয়েছিলেন। সেই কথা স্মরণ করে আমির বলেন, ‘বিরাট আমাকে তার ব্যাট উপহার দিয়েছিল এবং আমি তার এই কাজে অভিভূত হয়েছি...আমি সবসময়ই তার ব্যাটিংয়ের একজন বড় ভক্ত এবং সে আমার বোলিংয়ের। আমি তার ব্যাট দিয়ে কিছু ভালো ইনিংস খেলেছি।’