পাকিস্তান দল নিয়ে গাভাস্কারের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া গিলেস্পির
কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কারের ভারত-পাকিস্তান ম্যাচে প্রতিযোগিতার অভাব সম্পর্কিত সাম্প্রতিক মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরেছে ৬ উইকেটে। তখন গাভাস্কার মন্তব্য করেন, ভারতের দ্বিতীয় এমনকি তৃতীয় সারির দলও পাকিস্তানের বর্তমান ওয়ানডে দলকে হারিয়ে দিতে পারে।
বিষয়টির প্রতিক্রিয়ায় গিলেস্পি বলেন, ‘আমি এই বাগাড়ম্বর পছন্দ করি না। আমি সুনীল গাভাস্কারের কিছু মন্তব্য দেখেছি যে ভারতীয় ‘বি’ দল বা ভারতীয় ‘সি’ দল পাকিস্তানের শীর্ষ দলকে হারাতে পারে। এটা ফালতু মন্তব্য, পুরোপুরি ফালতু। পাকিস্তান যদি সঠিক খেলোয়াড়দের বেছে নেয় এবং তাদের ভালো করার জন্য, শেখার জন্য ও খেলায় উন্নতি আনার জন্য সময় দেয়; তারা যেকোনো দলকে হারাতে পারে। আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার পাকিস্তানের দল নির্বাচন এবং ব্যবস্থাপনায় স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘যদি পিসিবি বোর্ড হিসেবে পরিবর্তন আনতে এবং সঠিক ফলাফল পেতে চায়, তাহলে তাদের সঠিক লোক, সঠিক নির্বাচন প্যানেল এবং খেলোয়াড়দের উন্নতি করতে ও তাদের কাজ করার জন্য সময় দিতে হবে। আপনি যদি একজন নতুন কোচ নিয়োগ করেন, তাহলে তাকে অর্থপূর্ণ কিছু করার সুযোগ দিন, তাকে সময় দিন। অন্যথায়, ফলাফল একই রকম হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অভিযান ছিল চরম হতাশাজনক। প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া দলটি উদ্বোধনী ম্যাচেই করাচিতে নিউজিল্যান্ডের কাছে হারে। ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারের পরই মোটামুটি নিশ্চিত হয়ে যায় তাদের বাদ পড়া। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলা পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। ফলে জয়হীন অবস্থায় টুর্নামেন্ট শেষ করতে হয় স্বাগতিকদের।