ওয়ানডে ধ্বংসের পথে, আইসিসির নিয়মের সমালোচনায় মঈন

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৫, ১৬:০৪
শেয়ার :
ওয়ানডে ধ্বংসের পথে, আইসিসির নিয়মের সমালোচনায় মঈন

ক্রিকেটের ৫০ ওভারের সংস্করণ ওয়ানডে নিয়ে অনেক সময়ই সমালোচনা করতে দেখা যায় ক্রিকেটারদের। এবার সাবেক ইংলিশ তারকা মঈন আলী আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কিছু নিয়মের সমালোচনা করে উদ্বেগ প্রকাশ করেন, ধ্বংস হয়ে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। 

মঈন বলেন, ‘"বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি ছাড়া এই সংস্করণটি প্রায় বিলুপ্তের পথে। এটি খেলার জন্য সবচেয়ে খারাপ সংস্করণ এবং আমার মনে হয় এর অনেক কারণ রয়েছে। আমি মনে করি (আইসিসির) নিয়মগুলো ভয়ঙ্কর। (প্রথম পাওয়ারপ্লের পরে) অতিরিক্ত ফিল্ডার থাকা... আমার মনে হয় উইকেট নেওয়ার জন্য এটি একটি ভয়ঙ্কর নিয়ম। কোনা চাপই তৈরি করে না। এর কারণেই ক্রিকেটাররা এখন ওয়ানডেতে গড়ে ৬০, ৭০ রান করছে।’

বোলারদের জন্য ওয়ানডেতে কাজটা কঠিন হয়ে গেছে উল্লেখ করে মঈন বলেন, ‘যখন আপনি কাউকে বোলিং করেন এবং একটু চাপ তৈরি করেন, তখন ব্যাটার কেবল রিভার্স-সুইপ করে এবং এতে শুধু সিঙ্গেল নয় বরং চার পেয়ে যায়। (রান করার জন্য) ব্যাটারদের কাছে সবসময়ই বিকল্প থাকে।’

৩৭ বছর বয়সী এই ক্রিকেটার ওয়ানডেতে জোড়া নতুন বলেরও সমালোচনা করেন। এতে রিভার্স সুইংয়ের মতো শিল্প হারিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। মঈনের ভাষ্য, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনার হাতে দুইটি নতুন বল দেওয়া হয়, আপনি তাতে রিভার্স সুইং পাবে না।’