রোজা না রেখে খেলায় মাওলানাদের তোপে শামি, পাশে দাঁড়ালেন শামা
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে গত মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। সেই ম্যাচ চলাকালে এনার্জি ডিঙ্ক খেতে দেখা গেছে ভারতের মুসলিম পেসার মোহাম্মদ শামিকে। রমজান মাস সত্ত্বেও শামি কেন রোজা না রেখে খেলেছেন এজন্য তার সমালোচনা করেছেন ‘অল ইন্ডিয়া মুসলিম জামাত’-এর সভাপতি মাওলানা সাহাবুদ্দিন রাজভি বারেইলভি। তবে এই ইস্যুতে শামির পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেত্রী শামা মোহামেদ।
কিছুদিন আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে কটাক্ষ করে আলোচনায় এসেছিলেন শামা। এবার শামিকে নিয়ে এই নেত্রী বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘ইসলামে, রমজানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। যখন আমরা ভ্রমণ করি, আমাদের রোজা রাখতে হয় না। মোহাম্মদ শামি ভ্রমণ করছে এবং সে নিজের বাড়িতে নেই। সে এমন একটি খেলা খেলছে যেখানে সে খুব তৃষ্ণার্ত হতে পারে। কেউ জোর করে বলবে না, যখন তুমি খেলাধুলা করবে, তখন তোমাকে রোজা রাখতে হবে... এটা তোমার আমল, যা খুবই গুরুত্বপূর্ণ। এটি (ইসলাম) একটি দারুণ বৈজ্ঞানিক ধর্ম...।’
এর আগে এএনআইকে মাওলানা বারেইলভি বলেছিলেন, ‘রোজা না রেখে সে (মোহাম্মদ শামি) অপরাধ করেছে। তার এটা করা উচিত হয়নি। শরীয়াহ অনুযায়ী, সে একজন অপরাধী। সৃষ্টার কাছে তাকে জবাব দিতে হবে।’
রোজার গুরুত্ব উল্লেখ করে বারেইলভি বলেন, ‘রোজা হচ্ছে অন্যতম আবশ্যকীয় দায়িত্ব...যদি কোনো স্বাস্থ্যবার পুরুষ বা নারী রোজা না রাখে, তারা বড় অপরাধী হিসেবে গণ্য হবে। ভারতের বিখ্যাত একজন ক্রিকেটার মোহাম্মদ শামি ম্যাচ চলাকালে পানি বা একই ধরনের কোনো পানীয় পান করেছে। মানুষ তাকে দেখছিল। সে খেলেছিল, তার মানে শারীরিকভাবে সুস্থ সে। এই অবস্থায় সে রোজা রাখল না এবং পানি পান করেছে... এটা মানুষের মধ্যে ভুল বার্তা দেবে।’