পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাড়’ বললেন সাবেক কোচ
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি হয়েছে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের। এক ম্যাচ বাকি থাকতে গ্রুপপর্ব থেকে বিদায় নেন রিজওয়ান-বাবর-আফ্রিদিরা। এই ব্যর্থতার পর তুমুল সমালোচনা হচ্ছে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ আকিব জাভেদকে নিয়ে। এবার তাকে একহাত নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ও পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি।
পাকিস্তানি কোচকে ভাড় বলেও আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ। কিছুদিন আগে আকিব বলেছিলেন, ‘আমরা গত দুই বছরে প্রায় ১৬ জন কোচ ও ২৬ জন নির্বাচক পরিবর্তন করেছি। বিশ্বের যে কোনো দলে যদি এই কৌশল প্রয়োগ করা হয়, তারাও এমন অস্থিতিশীলতার মুখোমুখি হবে। যতক্ষণ না ওপর থেকে নিচের দিকে ধারাবাহিকতা আসবে, ততদিন অগ্রগতি অধরাই থেকে যাবে।’
এমন মন্তব্যের জবাবে গিলেস্পি বলেছেন, ‘বিষয়টা হাস্যকর। আকিব স্পষ্টই গ্যারি ও আমাকে অবমূল্যায়ন করছিল এবং পর্দার আড়ালে সব সংস্করণে কোচ হওয়ার প্রচারণা চালাচ্ছিল। সে একজন ভাঁড়।’
এক দশক ধরে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা গিলেস্পিকে গত বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান। কিন্তু অধারাবাহিক পারফরম্যান্স এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে আট মাসও টিকতে পারেননি তিনি।