মুশফিকের বিদায়ে যে বার্তা দিলেন শ্রীলংকান তারকা
মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গতকাল বুধবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন। দীর্ঘদিন ধরেই ওয়ানডেতে রান খরায় ভুগছেন মুশফিক। গেলো চ্যাম্পিয়নস ট্রফিতেও হাসেনি তার ব্যাট। তাই এবার মুশফিক নিজেই ওয়ানডেকে বিদায় বলে দিলেন। মুশফিকের অবসরে তাকে বাংলাদেশের হিরো আখ্যায়িত করে আবেগঘন বার্তা দিয়েছেন শ্রীলংকান সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নে।
করুণারত্নে বাংলাদেশের হয়ে অসংখ্য রেকর্ড গড়া মুশফিককে বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের কিংবদন্তী আখ্যা দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নামার আগে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন মুশফিকুর রহিম।
এবার সেই ছবি দিয়ে করুণারত্নে লিখেছেন, ‘আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশী ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তী। এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় ওয়ানডে দলের মেরুদণ্ড। খেলার প্রতি তার নিষ্ঠা, দক্ষতা এবং আবেগ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। তার দৃঢ় ব্যাটিং থেকে শুরু করে তার তীক্ষ্ণ উইকেটকিপিং পর্যন্ত, মুশফিকুর সর্বদা দলের জন্য তার সেরাটা দিয়েছেন।’
লংকান এই ক্রিকেটার লিখেন, ‘ওয়ানডে ক্রিকেটের স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ মুশফিকুর! আপনি সবসময় বাংলাদেশ ক্রিকেটের একজন হিরো থাকবেন।’
২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি একদিনের ম্যাচ খেলেছেন। ৯টি সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে রান করেছেন ৭৭৯৫। ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান।