গাভিকে নিয়ে অনিশ্চয়তায় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ২০:৪২
শেয়ার :
গাভিকে নিয়ে অনিশ্চয়তায় বার্সেলোনা

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লিগে আজ শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নামবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে খেলবে দলটি। খেলা হবে বেনফিকার মাঠেই এই ম্যাচে গাভিকে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। 

প্রথম পর্বে এই বেনফিকার বিপক্ষেই ৫-৪ গোলে জিতেছিল বার্সেলোনা। সেই ম্যাচে কাতালানদের হয়ে মাঠে ছিলেন গাভি। তবে কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার। স্প্যানিশ লা লিগার সবশেষ দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি। 

গাভিকে নিয়ে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘তার অবস্থা আমরা দেখব। ভালো অনুভব না করায় গতকাল সে অনুশীলন করেনি। সে আবার চিকিৎসকের কাছে যাবে, আমাদের অপেক্ষা করতে হবে।’

তরুণ এই মিডফিল্ডারকে খেলাতে চাইলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন ফ্লিক, ‘গাভি শুধু ১০ নম্বর নয়, বিভিন্ন পজিশনে খেলতে পারে এবং সে আমাদের রক্ষণে সত্যিই ভালো সহায়তা করে… বল পায়ে সে দারুণ। দানি ওলমোও এই পজিশনে খেলা উপভোগ করে, সে গোল করে এবং সুযোগ তৈরি করে।’