পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করতে ঢাকায় দেশটির কর্মকর্তা

অনলাইন ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ২০:১৭
শেয়ার :
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করতে ঢাকায় দেশটির কর্মকর্তা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আমন্ত্রণে আগামী এপ্রিলের মাঝামাতে ঢাকা সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এ সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক) ইমরান আহমেদ সিদ্দিকি।

ঢাকায় সফররত ইমরান আহমেদ সিদ্দিকি আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টাকে লেখা ইসহাক দারের একটি চিঠি জসীম উদ্দিনের হাতে তুলে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই পক্ষ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এবং যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের সর্বশেষ বৈঠক ২০১০ সালে এবং যৌথ অর্থনৈতিক কমিশনের শেষ বৈঠকটি হয়েছিল ২০০৫ সালে।

এতে বলা হয়, আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশের পক্ষে থাকা বাণিজ্যঘাটতি কমাতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। দুই পক্ষই পাকিস্তান থেকে বাংলাদেশে বেশ কয়েকটি বাণিজ্য প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরে সন্তোষ প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে পণ্যনির্দিষ্ট বাণিজ্য প্রতিনিধিদলের সফরের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

এ সময় পর্যটনখাতে সহযোগিতা, জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ইস্যু এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। সার্ক, ওআইসি ও ডি-৮–এর মাধ্যমে আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের গুরুত্বের কথা আলোচনা করেছেন তারা।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গেও বৈঠক করেছেন  ইমরান আহমেদ সিদ্দিকি।  আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে উভয়পক্ষই দ্বিপক্ষীয় ভ্রমণ সহজ করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের সঙ্গেও বৈঠক করেছেন ইমরান আহমেদ সিদ্দিকি। এ বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যকে স্বীকৃতি দিয়ে সামনের দিনে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রগুলো খতিয়ে দেখার বিষয়ে আলোচনা করেন পাকিস্তানের এ কর্মকর্তা।

এ ছাড়া, সংস্কৃতিসচিবের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইমরান আহমেদ সিদ্দিকি। দ্বিপক্ষীয় সংস্কৃতিবিষয়ক সহযোগিতার ক্ষেত্রগুলো খতিয়ে দেখেন তিনি। এর মধ্যে সংগীত, সিনেমা, নাটক, দুই দেশের তরুণদের মধ্যে সংযোগ এবং মানুষে মানুষে যোগাযোগ নিয়ে আলোচনা করেছেন। উভয়ই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।