‘প্রথমে পাকিস্তান টুর্নামেন্টের বাইরে, এবার টুর্নামেন্টই পাকিস্তানের বাইরে’
চ্যাম্পিয়নস ট্রফি থেকে সবার আগে বিদায় নিয়েছে আয়োজক দেশ পাকিস্তান। অন্যদিকে, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পৌঁছে গেছে ফাইনালে। দুই দলের এমন বিপরীত অবস্থায় পাকিস্তানকে খোঁচা দিতে ছাড়েননি ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও সেদেশে কোনো ম্যাচ খেলছে না প্রতিবেশী দেশ ভারত। নিরাপত্তার দোহাই দিয়ে পাশের দেশে যায়নি রোহিত শর্মারা। মূলত, যেতে দেয়নি ভারত সরকার। অনেক দেন-দরবারের পর নিরপেক্ষ ভেন্যু দুবাইতে ভারতের খেলার সিদ্ধান্ত হয়।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত। পরে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে পৌঁছে যায় ফাইনালে। অন্যদিকে, গ্রুপপর্বে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সপ্তম হয়ে টুর্নামেন্ট শেষ করে পাকিস্তান।
গতকাল ভারতের ফাইনাল নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের নাম টুইটার) সাবেক অফ স্পিনার হরভজন বলেন, ‘প্রথমে পাকিস্তান টুর্নামেন্টের বাইরে চলে যায়। এবং এখন, ফাইনালই পাকিস্তানের বাইরে।’