চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত সুবিধা পেয়েছে, স্বীকার করলেন শামি

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ১৬:৪৭
শেয়ার :
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত সুবিধা পেয়েছে, স্বীকার করলেন শামি

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান আয়োজক থাকলেও নিরাপত্তার অজুহাতে সেদেশে যায়নি ভারত। দলটি তাদের সবগুলো ম্যাচ খেলছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একটি মাঠে খেলা হওয়ায় ভারত বেশি সুবিধা পাচ্ছে, এমন অভিযোগ অনেক সাবেক-বর্তমান ক্রিকেটারদের। যদিও কোনোরকম অবৈধ সুবিধা ভারত পাচ্ছে না বলে দাবি ভারতের কোচ গৌতম গম্ভীরের। তবে কোচের উল্টো সুরেই কথা বললেন ভারতের পেসার মোহাম্মদ শামি।

গতকাল মঙ্গলবার চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ভারত। ম্যাচে ৪৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন ইনজুরিফেরত পেসার শামি। দুবাইয়ে গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলার পর সেমিফাইনালও খেলে ফেলেছে ভারত। এবার দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠেই ফাইনাল খেলবে তারা। সেক্ষেত্রে তাদের পাকিস্তান থেকে আরব আমিরাতে উঠে আসতে হবে।

মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারানোর পর শামি বলেন, ‘এটা (একই পিচে খেলা) অবশ্যই আমাদের সাহায্য করেছে কারণ আমরা পিচের অবস্থা ও আচরণ সম্পর্কে জানি। এটা অবশ্যই একটি বাড়তি পাওনা যে আমরা সবগুলো ম্যাচ একই ভেন্যুতে খেলছি।’

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২২৯ রান তাড়া করে সাত উইকেটের জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয় পায় ৬ উইকেটে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৫০ রান করেও নিউজিল্যান্ডকে ৪৪ রানের ব্যবধানে হারায় রোহিত শর্মার দল।