আরেক আফগানকে হটিয়ে সবার ওপরে এখন ওমারজাই

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ১৬:২৪
শেয়ার :
আরেক আফগানকে হটিয়ে সবার ওপরে এখন ওমারজাই

অনেকদিন ধরেই বলে-ব্যাটে আফগানদের ভরসার অন্যতম নাম ২৫ বছরে পা দিতে যাওয়া আজমাতুল্লাহ ওমারজাই। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে আগের সব পারফরম্যান্সকে ছাপিয়ে গেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তার স্বীকৃতিও পেলেন ওমারজাই। সতীর্থ মোহাম্মদ নবিকে হটিয়ে আইসিসির সেরা ওয়ানডে অলরাউন্ডার হয়েছেন তিনি। 

আফগানিস্তান চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলার যে সম্ভাবনা জাগিয়েছিল তাতে বড় কাজটা করেছেন ওমারজাই। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ কিছু রান করার পর ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে তো ফিফটিই হাঁকিয়েছেন। বর্তমানে ক্যারিয়ারসেরা ২৯৬ রেটিং পয়েন্ট তার। ব্যাট হাতে চ্যাম্পিয়নস ট্রফিতে মোট ১২৬ রান করেছেন ওমারাই। ফলে ১২ ধাপ এগিয়ে বর্তমানে ২৪তম স্থানে আছেন তিনি। 

ব্যাটে-বলে চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ অবদান রাখছেন ভারতের অক্ষর প্যাটেলও। সবচেয়ে বড় লাফ দেওয়া অক্ষর ১৭ ধাপ এগিয়ে বর্তমানে অলরাউন্ডারদের মধ্যে ১৩তম স্থানে আছেন। ১৯৪ রেটিং পয়েন্ট তার। অলরাউন্ডারদের মধ্যে ওমারজাইয়ের পরের স্থানগুলোতে যথাক্রমে নবি, সিকান্দার রাজা ও মেহেদী হাসান মিরাজ। 

ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান করে ১৩ ধাপ এগিয়ে ব্যাটারদের মধ্যে ১০ম স্থানে উঠে এসেছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। ৬ ধাপ এগিয়ে ১৬ নম্বরে সদ্য অবসর নেওয়া অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ। ব্যাটারদের মধ্যে সবার ওপরে শুভমান গিল। চার নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। 

বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে তিন নম্বরে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। সবার ওপরে শ্রীলংকার মহেশ থিকসাান, দুইয়ে দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ। এছাড়া তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে মোহাম্মদ শামি।