বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কে কোন ক্যাটাগরিতে

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ১৫:৫৩
শেয়ার :
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কে কোন ক্যাটাগরিতে

২০২৫ সালের জন্য ২২ জন ক্রিকেটারকে (প্রস্তাবিত) কেন্দ্রীয় চুক্তিতে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চুক্তিতে একমাত্র এ+ ভুক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। তথ্যটি জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। 

গত ৩ ফেব্রুয়ারি বিসিবি পরিচালকদের সামনে কেন্দ্রীয় চুক্তির তালিকার প্রস্তাবিত খসড়াটি উপস্থাপন করা হয়। খসড়া অনুযায়ী, বিসিবি এবার পাঁচটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করেছে। ক্যাটাগরিগুলো হলো- এ+, এ, বি, সি ও ডি। 

প্রস্তাব অনুযায়ী, টেস্ট ও ওয়ানডের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমকে রাখা হয়েছে এ ক্যাটাগরিতে। এছাড়া অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে আছেন তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ আর নাহিদ রানার মতো তরুণরাও। 

সি ক্যাটাগরিতে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং মেহেদী হাসানকে রাখা হয়েছে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং পেসার খালেদ আহমেদকে ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে।

মুশফিকুর ও মাহমুদউল্লাহকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা উচিত কি না তা নিয়ে বিতর্ক চলছে। তাই বোর্ড তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় চুক্তির তালিকা অনুমোদন করেনি বলেই মনে হচ্ছে। এর আগে, বিসিবি জোর দিয়ে বলেছিল যে ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে হলে দুই সিনিয়রকেই পারফর্ম করতে হবে। মাহমুদউল্লাহ এরইমধ্যে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং কেবল ওয়ানডেতে খেলছেন। অন্যদিকে মুশফিক এখনো টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেননি।

২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তি তালিকা (প্রস্তাবিত)

এ+ ক্যাটাগরি: তাসকিন আহমেদ

এ ক্যাটাগরি: নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম

বি ক্যাটাগরি: মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা

সি ক্যাটাগরি: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান

ডি ক্যাটাগরি: নাসুম আহমেদ, খালেদ আহমেদ