বাবর-রিজওয়ান-শাহিনরা দলে নেই কেন, ব্যাখ্যা দিলেন কোচ
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি মাস থেকেই শুরু হতে যাওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। ঘোষিত টি-টোয়েন্টি দলে রাখা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের। অন্যদিকে ওয়ানডে দলে রাখা হয়নি শাহিন আফ্রিদির মতো ক্রিকেটারকে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিভ জাভেদ।
আজ মঙ্গলবার দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে জাভেদ স্বীকার করে নেন, এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। পাকিস্তান কোচের ভাষ্য, ‘এই মুহূর্তে আমরা তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাচ্ছি এবং আমাদের খেলার ধরন ও মানসিকতা পরিবর্তন করার প্রয়োজনীয়তা বোধ করছি। অনেক দল তাদের টি-টোয়েন্টি স্কোয়াড ৮০ থেকে ৯০ শতাংশ আলাদা করেছে। যদিও আমি জানি এই স্কোয়াড থেকেই দুয়েকজন খেলোয়াড়কে রাখতে হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত স্কোয়াড নিয়ে জাভেদ বলেন, ‘আপনি যদি এই স্কোয়াডটি দেখেন, সাইম (আইয়ুব) এবং ফখর (জামান) সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলে এটি সত্যিই একটি শক্তিশালী ইউনিট হবে। আমাদের লক্ষ্য হচ্ছে ২৪-২৫ জন খেলোয়াড়কে একত্রিত করা, যাতে তারা এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে সিস্টেমের বাইরে না চলে যায়। যাতে আমরা এই টুর্নামেন্টগুলোতে একটি স্থির মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারে।’
বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াডে ছিলেন কিন্তু পারফর্ম করতে পারেননি। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দেদারসে রান দিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের ওয়ানডে স্কোয়াডেই নেই তিনি। তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও আশা ছাড়েননি জাভেদ।
পাকিস্তান কোচ বলেন, ‘আপনি দেখেন, ওয়ানডে ক্রিকেটে মাঝে মাঝে আমরা দলের চাহিদা এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে একজন খেলোয়াড় কতটা কার্যকর তা মূল্যায়ন করি। যদি কোনো খেলোয়াড় তা পূরণ না করে, তবে এটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু যদি আপনি হারিস বা শাহিনের মতো খেলোয়াড়দের দিকে তাকান, আমি এখনও বিশ্বাস করি যে তারা টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো বোলার এবং দলের জন্য আরও ভালো ফলাফল এনে দিতে পারে। বিষয়টা এমন নয় যে শাহিন তার বাকি জীবন কেবল টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন, অন্য কিছু নয়। তবে, নির্বাচক হিসেবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আমাদের দায়িত্ব।’