মার্করামকে নিয়ে শঙ্কা, নতুন তারকা উড়িয়ে আনল প্রোটিয়ারা
ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করাম। এর ফলে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এর মধ্যেই ট্রাভেলিং রিজার্ভ হিসেবে প্রোটিয়ারা উড়িয়ে এনেছে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার জর্জ লিন্ডেকে।
গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে চোট পাওয়ার পর মাঠের বাইরে থাকতে বাধ্য হন মার্করাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় অনুশীলনের সময় তার ফিটনেস পরীক্ষা করা হবে। সেখানেই বোঝা যাবে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, লিন্ডেকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ কৌশল হিসেবেই। কারণ ভারত যদি ফাইনালে ওঠে তাহলে খেলা হবে দুবাইয়ে। সেখানকার শুষ্ক আবহাওয়ায় অতিরিক্ত স্পিনারের প্রয়োজন হতে পারে।
কিছুদিন আগেই শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ানস কেপ টাউনকে শিরোপা জেতানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লিন্ডে। ১১ ম্যাচে ১৫৩.৩৩ স্ট্রাইক রেটে ১৬১ রান করেন তিনি। এছাড়া ওভারপ্রতি মাত্র ৬.২৯ রান দিয়ে ১১ উইকেট শিকার করেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিতে ইনজুরি বেশ ভালোই ভুগিয়েছে দক্ষিণ আফ্রিকা দলকে। ইনজুরির কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন আনরিখ নোর্কিয়া, জেরাল্ড কোয়েটজে, নান্দে বার্গার ও লিজার্ড উইলিয়ামসের মতো তারকা।