রিজওয়ানের অধিনায়কত্ব ‘ফেরারি থেকে রিকশা’ হয়ে গেছে, বললেন আমির
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন মোহাম্মদ রিজওয়ান। তার অধিনায়কত্ব দেখে অবিশ্বাস লাগছে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের। একসময় দুর্দান্ত অধিনায়কত্ব করলেও রিজওয়ানের বর্তমান নেতৃত্বগুণ দেখে যারপরনাই হতাশ আমির।
জিও নিউজের ‘প্রোগ্রাম হারনা মানা হ্যায়’ নামক একটি প্রোগ্রামে গিয়ে আমির স্বীকার করেছেন, ঘরোয়া ক্রিকেট ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিজওয়ানের অধিনায়কত্ব ছিল প্রশংসা করার মতো। কিন্তু তার বর্তমান অধিনায়কত্বে বেশ পরিবর্তন এসেছে। যেটি বেশ বেখাপ্পা লাগছে আমিরের কাছে।
রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্নে আমির বলেন, ‘মোহাম্মদ রিজওয়ান... তুমি এখন ফেরারি থেকে রিকশায় চলে গেছো (হাসি)। একসময়, আমি তাকে খুব পছন্দ করতাম কারণ তার ঘরোয়া ক্রিকেট এবং পিএসএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল, যেখানে সে তার দলকে ফাইনালে নিয়ে গিয়েছিল। তার সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি পুরোপুরি বদলে গেছে। আমি জানি না এমন পরিবর্তন কেন, কারণ এই সময়ে তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করিনি আমি। তার সিদ্ধান্ত বড্ড বেখাপ্পা লাগে আজকাল।’
বাঁ-হাতি এই পেসার আরও জানান, তিনি আশা করেছিলেন যে রিজওয়ান তার নেতৃত্বের মাধ্যমে দলে ইতিবাচক পরিবর্তন আনবেন এবং খেলোয়াড় নির্বাচনের ওপর অধিনায়কের কোনো কর্তৃত্ব নেই এই ধারণাটি উড়িয়ে দেবেন, ‘মনে হচ্ছিল সে ইতিবাচক পরিবর্তন আনবে। তবে, কয়েক মাসের মধ্যেই মনে হয়েছে সে ক্রিকেটীয় মানসিকতা থেকে দূরে সরে গেছে।’
গত বছরের অক্টোবরে সাদা বলের অধিনায়কত্ব গ্রহণ করেন রিজওয়ান। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানকে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের নেতৃত্ব দেন তিনি। তবে ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি দেখে পাকিস্তান।