ব্যালন ডি’অর বয়কট নিয়ে অবশেষে মুখ খুললেন ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ১১:১৪
শেয়ার :
ব্যালন ডি’অর বয়কট নিয়ে অবশেষে মুখ খুললেন ভিনিসিয়াস

ভিনিসিয়াস জুনিয়রের হাতেই উঠছে ব্যালন ডি’অর। গত বছর এমন খবর প্রায় নিশ্চিত ছিল। তবে একেবারে শেষ দিনে দৃশ্যপট পাল্টে যায়। জানা যায়, ভিনি নন, রদ্রি ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন।

এমন ঘটনার পর পুরো রিয়াল মাদ্রিদ টিম ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে। এ নিয়ে রিয়াল বা অন্য অনেকেই কথা বলেছিলেন। অবশেষে মুখ খুললেন ভিনি নিজেই। তিনি জানান, রিয়াল মাদ্রিদ মানা করার কারণেই সেদিন প্যারিস যাননি তিনি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আজ রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রিয়াল। এই ম্যাচ সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ভিনিসিয়াস। সেখানে গত বছর ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা–ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’

ব্যালন ডি’অর জিততে না পারার প্রতিক্রিয়া জানতে চাইলে ভিনি বলেন, ‘আমি কখনো এটা (ব্যালন ডি’অর) জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’

‘আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সব শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারব এবং এই জার্সি পরে আরও অনেক ম্যাচ খেলতে পারব। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।’-যোগ করেন ভিনি।