ছিটকে গেছেন কান্সেলো

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ০৯:৫৫
শেয়ার :
ছিটকে গেছেন কান্সেলো

আল-হিলাল শিবিরে ‍দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ে চোটে দুই মাসের জন্য ছিটকে গেছেন জোয়াও কান্সেলো। সৌদি প্রো লিগের ক্লাবটি পর্তুগিজ এই অভিজ্ঞ ডিফেন্ডারকে লম্বা সময়ের জন্য না পাওয়ার কথা নিশ্চিত করেছে।

এ মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটি থেকে আল-হিলালে যোগ দেন ৩০ বছর বয়সী কান্সেলো। দলটির গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে ওঠেন তিনি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ২ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন ১১টি।

সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স আল-হিলাল। সমান ম্যাচে তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। তবে শিরোপা ধরে রাখার অভিযানে সামনে চ্যালেঞ্জগুলোর বেশিরভাগেই কান্সেলোকে পাবে না আল-হিলাল।

এদিকে চলতি মাসের শেষ দিকে নেশন্স লিগে দুই লেগের কোয়ার্টার-ফাইনালে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচ দুটিও খেলতে পারবেন না জুভেন্টাস, ইন্টার মিলান, সিটি, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার সাবেক ফুটবলার কান্সেলো।