মুম্বাইয়ের কিংবদন্তি স্পিনার শিভালকারের মৃত্যু
ভারতের মুম্বাই ক্রিকেটের কিংবদন্তি স্পিনার পদ্মাকর শিভালকার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ২০ বছর খেলেছেন। তবে ধারাবাহিক সাফল্য পাওয়া সত্ত্বেও কোনো দিন জাতীয় দলের হয়ে খেলেননি।
শিভালকারের মৃত্যুতে সুনীল গাভাস্কার লিখেছেন, ‘খুবই খারাপ খবর। খুব কম সময়ের মধ্যে মুম্বাই ক্রিকেটের দুই তারকা মিলিন্দ এবং পদ্মাকর চলে গেল। অনেক জয়ের কারিগর ছিল ওরা।’ নিজের বই ‘আইডল্স’-এ শিভালকারকে নিজের আদর্শ হিসাবে বর্ণনা করেছিলেন গাভাস্কার।
২১ বছর বয়সে ১৯৬১-৬২ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা শুরু করেন শিভালকার। ৪৭ বছর বয়স পর্যন্ত খেলেছেন। ১২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৮৯টি উইকেট নিয়েছেন। ইনিংসে পাঁচ উইকেট ৪২ বার এবং ম্যাচে ১০ উইকেট ১৩ বার রয়েছে। ১৯৭২-৭৩ মরসুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি ফাইনালে দুই ইনিংসে যথাক্রমে ১৬ রানে আট উইকেট এবং ১৮ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। টানা ১৫তম রঞ্জি জিতেছিল মুম্বাই।