নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা
কলকাতা নাইট রাইডার্স গতবার আইপিএল চ্যাম্পিয়ন হলেও মেগা নিলামে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ধরে রাখেনি তারা। আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএলের এবারের আসর। তার ১৯ দিন আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল দলটি। অজিঙ্কে রাহানেকে দলনেতা করা হয়েছে।
যদিও তালিকায় রাহানের সঙ্গে ছিলেন বেঙ্কটেশ আইয়ারও। আবার অনেকে সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের নামও করছিলেন। শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞ ক্রিকেটের উপর ভরসা রাখল কেকেআর। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব করেন রাহানে। এবার আইপিএলেও দেখা যাবে তাকে। পাশাপাশি বেঙ্কটেশকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব।
কেকেআর এবারের আইপিএলের নিলামে বেঙ্কটেশের জন্য সবচেয়ে বেশি ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছে। তুলনায় রাহানেকে তার ন্যূনতম মূল্য দেড় কোটি টাকায় কিনেছে কলকাতা। সেই কারণেই মনে করা হচ্ছিল, বেঙ্কটেশকে অধিনায়ক করা হবে। বেঙ্কটেশ নিজেও জানিয়েছিলেন, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার উপর ভরসা রেখেছে শাহরুখ খানের দল।
এদিকে আজ সোমবার নতুন জার্সিও প্রকাশ করেছে কেকেআর। জার্সির বুকে রয়েছে তিনটি তারা। তিন বার আইপিএল জেতায় তিনটি তারা জায়গা পেয়েছে জার্সিতে। মার্চ মাসের তিন তারিখ এই জার্সি প্রকাশ করা হয়েছে। মার্চ মাসও বছরের তৃতীয় মাস। একটি ভিডিওর মাধ্যমে এই নতুন জার্সি প্রকাশ করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, তিন সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেহেতু কলকাতা তিন বার আইপিএল জিতেছে তাই এই সংখ্যাকে গুরুত্ব দিয়েছে তারা। ভিডিওতে নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিং, বেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিংহ, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মারকণ্ডে ও লবনীত সিসোদিয়াকে।
শুধু তারা নয়, এ বার জার্সির হাতায় সোনালি রঙের একটি ব্যাজও রয়েছে। গত বারের চ্যাম্পিয়ন হিসাবে হাতায় থাকবে এই লোগো। এই বার থেকেই এই নতুন বিষয়টি দেখা যাবে। কেকেআরের মূল মন্ত্র ‘করব, লড়ব, জিতব।’ সেটিও তিন শব্দ। তাই সেই মন্ত্রকেও ভিডিওকে তুলে এনেছে কেকেআর। কেকেআরের অধিনায়ক ঘোষণার ক্ষেত্রেও সেই তিন সংখ্যা গুরুত্ব পেল। দুপুর ৩.৩৩ মিনিটে রাহানের নাম ঘোষণা করল তারা।