চ্যাম্পিয়নস ট্রফি /

সেমিফাইনালে থাকছে রিজার্ভ ডে

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২৫, ১৬:৪০
শেয়ার :
সেমিফাইনালে থাকছে রিজার্ভ ডে

চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ। সেমিফাইনালের লাইনআপও ঠিক হয়ে গেছে। যেখানে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত। আর পাকিস্তানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

গতকাল গ্রুপপর্ব শেষে ভারত ‘এ’ গ্রুপের শীর্ষ থেকে শেষ করেছে। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে সবার ওপর দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। আগামী ৪ তারিখ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে ভারত-অস্ট্রেলিয়া। পরদিন ৫ তারিখ লাহোরে হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যেকার সেমিফাইনাল।

এদিকে ৪ তারিখের ম্যাচে ভারত জয় পেলে আগামী ৯ তারিখ ফাইনাল হবে দুবাইয়ে। আর ভারত হারলে অস্ট্রেলিয়া চলে আসবে পাকিস্তানে। ৯ তারিখের ফাইনাল হবে লাহোরে।

চ্যাম্পিয়নস ট্রফির এবারের পাকিস্তান পর্বে দুটি ম্যাচ বৃষ্টি ভেস্তে গেছে। এ ছাড়া আরও কয়েকটি ম্যাচে বৃষ্টির ঘনঘটা ছিল। তবে শেষ চারের লড়াইয়ের জন্য রিজার্ভ ডে থাকছে। ৪ মার্চ নির্ধারিত দিনে প্রথম সেমিফাইনাল মাঠে না গড়ালে পরদিন রিজার্ভ ডেতে খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনালেও রিজার্ভ ডে থাকছে। এ ছাড়া আগামী ০৯ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচেও একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। 

সেমিফাইনালের সূচি

তারিখ                 ম্যাচ                                   সময়                      ভেন্যু

৪ মার্চ         ভারত-অস্ট্রেলিয়া                       বিকাল ৩টা                  দুবাই

*রিজার্ভ ডে ৫ মার্চ

৫ মার্চ   নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা            বিকাল ৩টা                  লাহোর

*রিজার্ভ ডে ৬ মার্চ