নাপোলি-ইন্টার ম্যাচে কেউ জেতেনি
নাপোলি-ইন্টার মিলান হাইভোল্টেজ ম্যাচটি সমতায় শেষ হয়েছে। সিরিআ লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে লম্বা সময় পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে হার এড়ায় নাপোলি।
শনিবার দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে চমৎকার ফ্রি কিক ২২তম মিনিটে ইন্টারকে এগিয়ে নিয়েছিলেন ফেদেরিকো দিমার্কো। দ্বিতীয়ার্ধে ৮৭তম মিনিটে ফিলিপ বিলিংয়ের গোলে সমতায় ফেরে নাপোলি।
লিগে ২৭ ম্যাচে ১৭ জয় ও সাত ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইন্টার। কোমোর বিপক্ষে আগের রাউন্ডে হেরে যাওয়া নাপোলি ৫৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।