অস্ট্রেলিয়া দলে ফের চোটের থাবা

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২৫, ১৩:২৪
শেয়ার :
অস্ট্রেলিয়া দলে ফের চোটের থাবা

চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে চোট পেয়েছেন ম্যাথু শর্ট। ফলে আসরের সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কারণে তাদের কয়েকজন ক্রিকেটার ছিটকে যায়। এবার সেই তালিকায় শর্ট যোগ হলেন।

আফগানদের বিপক্ষে শর্টের পায়ের পেশিতে টান লেগেছে। দেখা যায় দৌড়াতে অসুবিধা হচ্ছে তার। পরে উইকেটের মাঝে দৌড়ে রান নিতে সমস্যা হচ্ছিল শর্টের। ১৫ বলে ২০ রান করে আউট হয়ে যান তিনি। কিন্তু ওই সময় বেশ সমস্যা নিয়েই খেলতে হয়েছে তাকে।

এদিকে সেমিফাইনালে শর্ট খেলতে না পারলে সেই জায়গায় জেক ফ্রেজার ম্যাকগার্ক অথবা অ্যারন হার্ডিকে খেলাতে পারে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন শর্ট। সেই ম্যাচে ৬৩ রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়া ৩৫২ রান করে ইংল্যান্ডকে হারিয়েছিল।

আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পায় দুই দল। চার পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে। আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার ৩ পয়েন্ট। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে নেট রান রেটের বিচারে ঠিক হবে কে যাবে সেমিফাইনালে। তবে পাল্লা ভারী দক্ষিণ আফ্রিকারই।

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে কোনও একটি দল খেলবে। অস্ট্রেলিয়া যদি গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে যায়, তা হলে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যে দ্বিতীয় স্থানে থাকবে তার বিরুদ্ধে খেলতে হবে। রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে যে জিতবে, সে গ্রুপ শীর্ষে শেষ করবে। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকা হেরে গেলে গ্রুপ বি-তে শীর্ষে শেষ করবে অস্ট্রেলিয়া।