‘আফগানিস্তানের হয়ে কাজ করতে পাকিস্তানকে না করেছিলেন ইউনিস’
পাকিস্তান আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির আগে মেন্টর হিসেবে পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার ইউনিস খানকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান বিপর্যয় দেখলেও দারুণ খেলছে আফগানিস্তান। এরই মধ্যে ইংল্যান্ডকে হারিয়ে আছে সেমিফাইনালের দৌঁড়ে। ক্রিকেটবোদ্ধারা কথা বলছেন আফগান ক্রিকেট নিয়ে। সেখানে উঠে আসছে ইউনিসের নামও। বিষয়টিতে নজর দিয়েছেন পাকিস্তানের আরেক সাবেক তারকা রশিদ লতিফও।
‘হারনা মানা হ্যায়’ নামক একটি টিভি অনুষ্ঠানে গিয়ে লতিফ বলেন, ‘আফগানিস্তানের হয়ে কাজ করার জন্য ইউনিস খান পাকিস্তান ক্রিকেটকে না বলেছিল। এখানে কোনো আর্থিক লাভ নেই।’
চ্যাম্পিয়নস ট্রফির আগে ইউনিসকে মেন্টর হিসেবে নিয়োগ আফগানিস্তানের একটি কৌশলের অংশ। আইসিসি ইভেন্টগুলোতে দেশটি আয়োজক দেশ থেকেই সাধারণত মেন্টর বেছে নেয়। এতে আবার বেশ সফলও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। কারণ যাকে নেওয়া হবে তিনি ওই দেশ ও মাঠ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন।
এসিবির প্রধান নির্বাহী নাসিব খান ইউনিসের নিয়োগের সময় বিষয়টি ব্যাখ্যা করেছেন, ‘যেহেতু চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে, তাই আয়োজক দেশ থেকে একজন প্রতিভাবান এবং অভিজ্ঞ খেলোয়াড়কে মেন্টর (পরামর্শদাতা) হিসেবে নিয়োগ করা প্রয়োজন ছিল। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দেশগুলির পরামর্শদাতাদের সাথে আমাদের ইতিমধ্যেই ভালো অভিজ্ঞতা রয়েছে।’
এই কৌশল অতীতে আফগানিস্তানের জন্য ভালো কাজ করেছে। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সময় তারা অজয় জাদেজাকে দলে নিয়ে আসে এবং ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ডোয়াইন ব্রাভোকে দলে নেয়। দুজনের কারণে আফগানিস্তান বেশ উপকৃত হয়।