কোনো ম্যাচ না জিতলেও মোটা অংকের টাকা নিয়েই ফিরবেন শান্তরা

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭
শেয়ার :
কোনো ম্যাচ না জিতলেও মোটা অংকের টাকা নিয়েই ফিরবেন শান্তরা

বিদায় নিশ্চিত হয়েছিল আগেই, আজ পাকিস্তানের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির পথচলা শেষ হলো বাংলাদেশের। এবার টাইগারদের দেশে ফেরার পালা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল নাজমুল হোসেন শান্তর দল। আর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে নিশ্চিত হয়েছে বিদায়। 

আজ বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ছিল বাংলাদেশের নিয়মরক্ষার ম্যাচ। তবে বৃষ্টির বাধায় এই ম্যাচটি শেষ হতে পারেনি। পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন ম্যাচের কর্মকর্তারা। ফলে এক পয়েন্ট করে ভাগাভাগি করেছে দুই দল। যদিও নেট রান রেটে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপে পাকিস্তানকে পেছনে ফেলে তৃতীয় হয়েছে টাইগাররা। 

কোনো ম্যাচ না জিতলেও খালি হাতে ফিরতে হচ্ছে না বাংলাদেশকে। বেশ মোটা অংকের টাকা নিয়েই ফিরবেন শান্তরা। টুর্নামেন্ট শুরুর আগেই প্রাইজমানি ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। সেই ঘোষণা অনুযায়ী, কমপক্ষে ৩ থেকে ৬ কোটি টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ। 

প্রাইজমানির ঘোষণা অনুযায়ী, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ২.২৪ (২২ লক্ষ ৪০ হাজার) মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ কোটি ২২ লক্ষ টাকা। টুর্নামেন্টে রানার্স আপ হওয়া দল পাবে ১১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৩ কোটি টাকারও বেশি। এছাড়া সেমিফাইনালে ওঠা বাকি দুই দল পাবে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার (প্রায় ৭ কোটি) করে। 

এর আগে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির আসর বসেছিল ইংল্যান্ডে ২০১৭ সালে। সেই টুর্নামেন্টের তুলনায় এবার প্রাইজমানি ৫৩ শতাংশ বাড়ানো হয়েছে। সবমিলিয়ে ৬৯ লক্ষ মার্কিন ডলারের পুরস্কার দেওয়া হবে। টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আটটি দলকে প্রত্যেককে ১ লক্ষ ২৫ হাজার ডলার বা দেড় কোটি টাকার বেশি দেওয়া হবে। সেই হিসেবে এই টাকা পাচ্ছে বাংলাদেশও।  

এছাড়া, গ্রুপপর্বের এক ম্যাচ জিতলেই পাওয়া যাবে ৩৪ হাজার ডলারেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা ৪১ লাখেরও বেশি। তবে বাংলাদেশ কোনো ম্যাচ না জেতায় এই টাকাটা পাচ্ছে না। এছাড়া, টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ হওয়া দুই দল পাবে ৩ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার (৪ কোটি ২৩ লাখ টাকা প্রায়) করে। আর সপ্তম ও অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দুই দল পাবে ১ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা।

৮ দলের টুর্নামেন্টে পাকিস্তানকে পেছনে ফেলা বাংলাদেশের কমপক্ষে সপ্তম স্থানে থাকা নিশ্চিত। ষষ্ঠ স্থানে থাকার সম্ভাবনাও আছে। সেক্ষেত্রে আগামী শনিবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে হারতে হবে ইংল্যান্ডকে। নিজেদের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে হেরেছে তারা। তাই শনিবার হারলে তারা থাকবে একেবারে তলানিতে। সেই হিসেবে সপ্তম স্থানে থাকলে বাংলাদেশ পাবে দেড় কোটি+১ কোটি ৭০ লাখ টাকা। আর ষষ্ঠ স্থানে থাকলে পাবে দেড় কোটি+৪ কোটি ২৩ লাখ টাকা।