আইসিসিকে বিদায় জানিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটে ফিরছেন বুন
চলতি চ্যাম্পিয়নস ট্রফির পর আইসিসি ম্যাচ রেফারির পদ থেকে সরে দাঁড়াবেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড বুন। আগামী ২৮ মার্চ থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডে যোগ দেবেন তিনি।
বর্তমানে ক্রিকেট তাসমানিয়া বোর্ডের চেয়ারপারসন বুন। ক্রিকেট অস্ট্রেলিয়ায় পল গ্রিনের জায়গায় দায়িত্ব নেবেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারপারসন মাইক বেয়ার্ড বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে ডেভিড একজন খেলোয়াড় এবং ক্রিকেট প্রশাসক হিসেবে তার বিশাল অভিজ্ঞতা সিএ বোর্ডে নিয়ে আসবেন।’
তিনি আরও বলেন, ‘আইসিসির ম্যাচ রেফারির ভূমিকা পালনের মাধ্যমে ডেভিড আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে সরাসরি ধারণা অর্জন করেছেন এবং (অস্ট্রেলিয়ায়) খেলার দ্রুত বিকাশ ঘটাতে এটি অমূল্য হবে।’
২০১১ সাল থেকে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন বুন। সাবেক এই টপ অর্ডার ব্যাটার ১০৭টি টেস্ট এবং ১৮১টি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। দুই সংস্করণ মিলিয়ে তিনি ১৩ হাজার ৩৮৬ রান করেছেন। ভারতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলেরও অংশ ছিলেন তিনি।
১৯৯৯ সালে অবসর গ্রহণ করেন বুন। এরপর ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর রেফারি হিসেবে আইসিসিতে যোগ দেন লম্বা গোফের কারণে সমাদৃত এই ব্যাটার।
২০১১ সাল থেকে এখন পর্যন্ত ম্যাচ রেফারি হিসেবে ৮৫টি টেস্ট, ১৮২টি ওয়ানডে এবং ১১৯টি টি-টোয়েন্টি, অর্থাৎ মোট ৩৮৬টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন বুন। ৬৪ বছর বয়সী এই তারকা আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলেরও অংশ। এই প্যানেলে অন্যদের মধ্যে আছেন রঞ্জন মাদুগালে, জেফ ক্রো, রিচি রিচার্ডসন, অ্যান্ডি পাইক্রফট এবং জাভাগাল শ্রীনাথের মতো সাবেক তারকারা।