বাটলারকে ধুয়ে দিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৭
শেয়ার :
বাটলারকে ধুয়ে দিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে ২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলের এমন চরম বিপর্যয়ে ক্ষুব্ধ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার নাসের হুসাইন ও মাইক আথারটন ধুয়ে দিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলারকে। 

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা সাত ম্যাচে হার দেখল ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারত সফরে বাটলারের অধীনে হোয়াইটওয়াশ হয়েছিল ইংলিশরা। ব্যাট হাতেও সময়টা ভালো যাচ্ছে না বাটলারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রান করার পর আফগানিস্তানের বিপক্ষে ৩৮ রান করেছেন তিনি। ২০২২ সালে এউইন মরগানের বিদায়ের পর ইংল্যান্ডের সাদা দলের দায়িত্ব নেন বাটলার। তবে অধিনায়ক হিসেবে বাটলার কখনো জুতসই ছিলেন না বলেই মনে করেন আথারটন-নাসেররা। 

স্কাই স্পোর্টসে আথারটন বলেন, ‘আমি মনে করি অধিনায়ক হিসেবে তার সময় শেষ।...টানা তিনটি টুর্নামেন্টে ইংল্যান্ড এমন বিপর্যয় আনল- ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ, বিবর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপ– সেই টুর্নামেন্টে সেমিফাইনাল খেললেও বড় কোনো দলকে হারাতে পারেনি এবং এবার চ্যাম্পিয়নস ট্রফিতে। ক্রিকেটে তারা যে মানে আছে তার চেয়ে ক্রিকেট অনেক এগিয়ে গেছে।... কখনও কখনও আপনাকে বলতে হবে, ঠিকঠাক কাজ হচ্ছে না, সময় এসেছে পরিবর্তনের এবং অন্য কারোর জন্য পদ ছেড়ে দিতে হবে। আমি খুব ভালোভাবেই মনে করি, তিনি (বাটলার) সম্ভবত সেটা জানেন।’

অন্যদিকে, নাসের হোসাইন মনে করেন মরগানের মতো মাঠে নেতৃত্ব দেওয়ার গুণাবলি নেই বাটলারের। সাবেক এই অধিনায়ক বলেন, ‘কখনো বাটলারের দিকে তাকিয়ে আমার মনে হয়নি, ‘‘ওয়াও, কী দারুণ একজন নেতা!’’ মরগানের সঙ্গে তুলনা প্রসঙ্গে নাসের বলেন, ‘এটা ভালো তুলনা নয় কারণ আপনি সাদা বলে ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে (বাটলারের) তুলনা করছেন।’

নাসের আরও বলেন, ‘অধিনায়কত্বের কথা বলতে গেলে, আমার মনে হয় না বাটলার এই ইংল্যান্ড দলে খুব বেশি কিছু যোগ করেছেন। তবে ব্যাটিং দিয়ে অনেক কিছু পুশিয়ে দিয়েছেন তিনি।’