হামজা-ফাহামেদুল যোগ দেবেন মার্চে
বাংলাদেশ পুরুষ ফুটবল দল ভারত ম্যাচ সামনে রেখে শুক্রবার ক্যাম্প শুরু করবে। মার্চের প্রথম দিনেই প্রস্তুতিতে নামবে। ভেন্য হতে পারে বসুন্ধরা কিংস অ্যারেনা। তবে ঢাকা অংশের এই প্রস্তুতিতে থাকছেন না শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা হামজা চৌধুরী ও সেরি আ-ডিতে খেলা ফাহামেদুল ইসলাম।
আগামী ৫ মার্চ সপ্তাহ খানেক প্রস্তুতি নিয়ে সৌদি আরবে দল যাবে নিবিড় অনুশীলনের জন্য। সৌদি আরবের ক্যাম্প শেষ করে ১৭ মার্চ দল ফিরবে ঢাকায়।
জানা যায়, সৌদিতেই দলের সঙ্গে ওলবিয়া কালসিওর ফরোয়ার্ড ফাহামেদুল যোগ দেবেন। দলে ঢাকায় ফেরার পর মিডফিল্ডার হামজা যোগ দেবেন বলে জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান।
এর আগে গত সাফ চ্যাম্পিয়নশিপের আগে সৌদি আরবে ক্যাম্প করেছিল দল। সেখানে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন জামাল-মোরসালিনরা।
আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।