এনদ্রিকের গোলে রিয়ালের জয়
এনদ্রিকের একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এই জয়ের পরও অবশ্য ফাইনালের ওঠার লড়াইয়ে কিছুটা এগিয়ে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বুধবার রাতে সান সেবাস্তিয়ানে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামে রিয়াল। দাঁতের সমস্যায় দলে ছিলেন না এই ফরাসি ফরোয়ার্ড।
ম্যাচের ১৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই দলকে এগিয়ে নেন এন্দ্রিক। নিজেদের অর্ধ থেকে জুড বেলিংহ্যামের উঁচু করে বাড়ানো বল প্রথম স্পর্শে গতি কমিয়ে, বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোল না পাওয়ায় এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। আগামী ১ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ফিরতি লেগ।