তালাকপ্রাপ্ত একাদশে অন্যদের সঙ্গে আকরাম, ফুঁসলেন স্ত্রী
ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময়ই হাস্যরস করা হয়। কখনো কখনো সেটি মাত্রা ছাড়িয়ে যায়। বিষয়টি নিয়ে অনেক সময়ই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ক্রিকেটারদের। মাঝেমাঝে তাতে জড়িয়ে পড়তে দেখা যায় তাদের স্ত্রীদেরও। তেমনই একটি ঘটনায় জড়াতে দেখা গেল ওয়াসিম আকরামের স্ত্রী শানিয়েরা আকরামকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) একটি অ্যাকাউন্ট থেকে এমন অদ্ভূত একটি একাদশ প্রকাশ করা হয়েছে, যাদেরকে ‘তালাকপ্রাপ্ত একাদশ’ হিসেবে অভিহিত করা হয়েছে। অর্থাৎ, আইনগতভাবে তারা তাদের স্ত্রীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। সেখানে ভারতের কিংবদন্তি ক্রিকেটার রবি শাস্ত্রী, জাভাগল শ্রীনাথ ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়ার্নদের (মৃত) সঙ্গে রাখা হয়েছে ওয়াসিম আকরামকেও। তবে বিষয়টি মোটেও ভালো লাগেনি শানিয়েরার। বলে রাখা ভালো, এই দলে ‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ হিসেবে রাখা হয়েছে সদ্য বিচ্ছেদ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে।
‘আউট অব কনটেক্টস’ নামের সেই এক্স অ্যাকাউন্টের পোস্ট ‘রিশেয়ার’ করে শানিয়েরা পেজটির সমালোচনা করেন ও মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তাদের কটাক্ষও করেন। মূলত, আকরামের আগের স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়নি। আকরামের বর্তমান স্ত্রী বলেন, ‘তোমরা আসলেই ‘‘আউট অব কনটেক্সট’’ (প্রাসঙ্গিকতা নেই) এবং আমার মনে হচ্ছে, তোমাদের বেলায় তার থেকেও বেশি সত্য হচ্ছে, তোমরা সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যের বাইরে!’
‘আউট অব কনটেক্সটের’ তালাকপ্রাপ্ত একাদশ
আকরামের ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি- ১৯৯৫ সালে হুমা মুফতিকে প্রথমে বিয়ে করেছিলেন আকরাম। ১৪ বছরের দাম্পত্য জীবনে তাদের দুজনের দুটি ছেলে আছে। দুর্ভাগ্যবশত, ২০০৯ সালে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারাত্মক অসুস্থতার সঙ্গে লড়াই করে মুফতি মারা যান।
পরবর্তীতে ২০১৩ সালে, আকরাম অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী শানিয়েরা থম্পসনকে বিয়ে করেন। মেলবোর্নে প্রথম দেখা হয়েছিল দুজনের। ২০১৪ সালের ডিসেম্বরে এই দম্পতি একটি কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে সুখী জীবনযাপন করছেন তারা।