মুশফিক-মাহমুদউল্লাহর সমালোচনায় দিনেশ কার্তিক

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪
শেয়ার :
মুশফিক-মাহমুদউল্লাহর সমালোচনায় দিনেশ কার্তিক

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে টানা দুই ম্যাচে বাজেভাবে হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। অথচ এই দলে টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার খেলেছেন। কিন্তু নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বলা হচ্ছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের কথা। যেখানে এ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ২০ বছর পূর্ণ করবেন মুশফিক। আর রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ১৮ বছর ধরে।

তবে দেশের ইতিহাসের অন্যতম সেরা এই দুই তারকার এখনও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক। বর্তমানে ধারাভাষ্য দেওয়া এই তারকা জানিয়েছেন, ২০২৩ এর ওয়ানডে বিশ্বকাপের পর এই দুই ক্রিকেটার খেলা না ছাড়ায় অবাক হয়েছেন তিনি।

২০২৩ এর বিশ্বকাপের পর থেকেই মূলত মুশফিকের ব্যাটে রান নেই। এই সময়ে ১৭ ইনিংসে মাত্র ২৭.৭৮ গড় ও ৮১.২১ স্ট্রাইক রেটে ৩২৯ রান করেছেন তিনি। পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন মাত্র ৩টি। আর দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে আউট হয়েছেন ৮বার। ব্যর্থ তিনি সবশেষ বিপিএলেও। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হলেও ১৪ ম্যাচে মুশফিক করেছেন মাত্র ১৮৪ রান।

মুশফিক চ্যাম্পিয়নস ট্রফির দুই ম্যাচেও ব্যর্থ হয়েছেন। ভারতের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। আর নিউজিল্যান্ডের বিপক্ষেও করেছেন মাত্র ২রান। রিয়াদ ইনজুরির কারণে ছিলেন না ভারতের বিপক্ষে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি করেছেন মাত্র ৪ রান।

এদিকে জাকের আলী অনিক চ্যাম্পিয়নস ট্রফির দুই ম্যাচেই রান পেয়েছেন। টাইগার ক্রিকেটের এই নতুন তারকা ভারতের বিপক্ষে ৬৮ রান করার পর গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষেও ৪৫ রানের ইনিংস খেলেছেন। এই দুই ম্যাচেই তিনি ৭ নম্বরে ব্যাট করেছেন। জাকেরের ব্যাটিং অর্ডার আরও ওপরে নিয়ে আসার ব্যাপারে বলতে গিয়েই টাইগারদের এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে মুখ খুলেন তিনি।

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে কার্তিক বলেন, ‘আমি ভেবেছিলাম ২০২৩ বিশ্বকাপ শেষেই মুশফিক ও মাহমুদউল্লাহ অবসর নেবে। তবে তারা খেলা চালিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে। জানি না আর কত দিন খেলবে। (খেললে) আমি অবাক হব। অবশ্য তারা আমাকে অনেক বিস্মিত করেছে। সম্ভবত আরও কিছুদিন খেলবে।’

তিনি আরও বলেন, ‘তারা একসঙ্গে ১৬-১৭ বছর ধরে খেলছে কিন্তু তাদের দেশের জন্য কিছুই জিততে পারেনি। তাহলে এতো লম্বা সময় ধরে তাদের খেলানোর কারণটা কী?’

‘জাকের আলীকে তিন মাস আগে বাংলাদেশ খুঁজে পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হারানোর নায়ক ছিল সে। ওয়ানডে ম্যাচেও সে ভালো করেছে। সে এমন একজন, যে টানা দুই ম্যাচে চাপ সামলেছেন প্রথমে ভারতের বিপক্ষে এবং এবার নিউজিল্যান্ডের বিপক্ষে। সে এমন একজন যাকে সামলে রাখতে হবে, নিয়মিত কীভাবে এমনটা করতে পারে তা বুঝাতে হবে। সে এমন একজন, যে ক্ষুধার্ত এবং দৃঢ় সংকল্প। তার মধ্যে কাঁচামাল আছে, এখন সেরাটা বের করে আনতে আপনাকে কাজ করতে হবে।’-–তিনি যোগ করেন।