জয়ে ফিরল রিয়াল

ক্রীড়া ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেয়ার :
জয়ে ফিরল রিয়াল

স্প্যানিশ লা লিগায় তিন ম্যাচ পর জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। পরশু রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এর আগে তিন ম্যাচের দুটিতে ড্র করেছে রিয়াল। হেরেছে অন্যটিতে। রিয়ালকে জয়ে ফেরানোর নায়ক লুকা মডরিচ ও ভিনিচিয়াস জুনিয়র। ম্যাচের দুই গোল তারাই করেছেন। এই জয়ে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোলগড়ে এগিয়ে থাকায় শীর্ষস্থান অটুট রেখেছে বার্সেলোনা। রিয়াল-বার্সার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিহে সিটির বিপক্ষে দাপুটে জয়ের চার দিনের মধ্যে একই আঙিনায় লিগ ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ; কিন্তু শুরুতে তাদের খেলায় সেই গতি উধাও। ঢিমেতালে এগিয়ে চলা ম্যাচের ২০ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে পড়লেন ভিনিচিয়াস। কিন্তু সামনের একজনকে ফাঁকি দিতে গিয়ে বল হারিয়ে ফেলেন তিনি। নিজেদের সেরা রূপের ধারেকাছে না থাকলেও, প্রতিপক্ষের ওপর চাপ ঠিকই ধরে রাখেন ভিনি-এমবাপ্পেরা।

এর মাঝেই ৩০ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ এক সুযোগ তৈরি করে জিরোনা। তবে ডাচ মিডফিল্ডার ডনি ফন ডি বিকের শট ঝাঁপিয়ে রুখে দেন থিবো কোর্তোয়া। মডরিচের অসাধারণ নৈপুণ্যে ৪১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। পরপর দুটি কর্নার আদায় করে নেয় তারা। দ্বিতীয়টির ফলশ্রুতিতে ডি-বক্সের অনেক বাইরে বল বুক দিয়ে নামিয়ে হাওয়ায় ভাসিয়ে নেওয়া শটে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

৫৮ মিনিটে দারুণ গোছানো এক আক্রমণে দ্বিতীয় গোল পেতে পারত রিয়াল; কিন্তু দুর্ভাগ্য তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। ভিনির জোরালো শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে লাগে। এই অর্ধেও প্রায় ৬৫ শতাংশ পজেশন রেখে আক্রমণ করতে থাকে রিয়াল। বিরতির পর থেকে চাপ ধরে রাখে একচেটিয়া। সুযোগও পাচ্ছিল তারা, কিন্তু জালের দেখা আর মিলছিল না।

৮০ মিনিটে ব্যবধান বাড়ানোর নিশ্চিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। মড্রিচের থ্রু বল ধরে বক্সে ঢুকে শট নেন ফরাসি তারকা, একটু এগিয়ে রুখে দেন জিরোনা গোলরক্ষক।

আরও পড়ুন:

বিপাকে আলভেস