শাহিন-হারিস-নাসিমদের সরিয়ে পাকিস্তান দলে যাদের নিতে বললেন হাফিজ

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৫
শেয়ার :
শাহিন-হারিস-নাসিমদের সরিয়ে পাকিস্তান দলে যাদের নিতে বললেন হাফিজ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের পর ভারতের কাছে হেরে প্রায় বিদায়ের পথে পাকিস্তান। গতকাল ২৪২ রানের লক্ষ্য দিয়ে ভারতীয় ব্যাটারদের ওপর কোনো চাপই সৃষ্টি করতে পারেননি শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের মতো পেসাররা। এবার তাদের দল থেকেই সরিয়ে দিতে বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও কোচ মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের নতুন তারকাদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে হতাশা ঝেড়ে হাফিজ বলেন, ‘শাহিন, নাসিম ও হারিস ত্রয়ী ২০২৩ সালের এশিয়া কাপ, ৫০ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো করতে ব্যর্থ হলো।’

‘এটা স্বীকার করার সময় এসেছে, প্রতিভা থাকা সত্ত্বেও তারা পাকিস্তানের হয়ে বড় টুর্নামেন্ট জেতার মতো যোগ্য হয়ে ওঠেনি। তাদেরকে বাদ দিয়ে অন্য বোলার, যেমন—মোহাম্মদ আলি, খুররম শেহজাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আকিফ জাভেদ ও মির হামজাদের সুযোগ দেওয়া হোক। এই ক্রিকেটাররা সুযোগের অপেক্ষায় আছে, তারাও পাকিস্তানি এবং তারা সুযোগের প্রাপ্য।’

ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে বিগত দুই ম্যাচে চরম বাজে পারফরম্যান্স ছিল শাহিন, নাসিম ও হারিসের। নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো উইকেট না পাওয়া শাহিন রান দিয়েছিলেন ৬৮। আর ভারতের বিপক্ষে ২ উইকেট নিলেও ৯.২৫ ইকোনমিতে রান দিয়েছেন ৭২। 

অন্যদিকে, কিউইদের বিপক্ষে ১০ ওভারে ৬৩ রান দিয়ে ২ উইকেট নিলেও ভারতের বিপক্ষে ৮ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নাসিম। এই তিনজনের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন হারিস। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৮৩ রান দেওয়া পর ভারতের বিপক্ষে ৭ ওভারেই ৫২ রান হজম করেছেন হারিস। 

বড় ম্যাচে, বিশেষ করে ভারতের বিপক্ষে বাবর আজমের পারফরম্যান্সেরও সমালোচান ঝড়েছে হাফিজের কণ্ঠে, ‘গত ১০ বছর ধরে পাকিস্তানের হয়ে খেলছে বাবর আজম, পারফরম্যান্স দিয়ে এখনো পর্যন্ত ভারতের বিপক্ষে দলকে সে একটি জয়ও এনে দিতে পারেনি।’