টাইগারদের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচ
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের লক্ষ্য, ‘চ্যাম্পিয়ন হওয়া’। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমনটাই জানিয়েছেন। তবে দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে বড়সড় একটা ধাক্কাই খেতে হয়েছে তাদের। এতে সেমিফাইনাল খেলার পথটা কঠিন হয়ে গেলেও আশা শেষ হয়ে যায়নি। আজ ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছেন না লাল-সবুজরা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচ।
আট দল নিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল। ‘এ’ গ্রুপে থাকা নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে পরাজিত করেছে। অন্যদিকে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের ঝুলিতে কোনো পয়েন্ট জমা হয়নি। তাদের রানরেট -০.৪০৮। শেষ চারে খেলার আশা টিকিয়ে রাখতে হলে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের জিততেই হবে; হারলে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটির তেমন ‘গুরুত্ব’ থাকবে না! ফিল সিমন্সের শিষ্যরা এখন নিউজিল্যান্ড ম্যাচ নিয়েই যাবতীয় ছক কষছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের সুখস্মৃতি রয়েছে। সর্বশেষ ২০১৭ আসরে ব্ল্যাক ক্যাপসদের হারিয়েই তারা আইসিসির এই বৈশি^ক টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছিলেন। কার্ডিফে প্রথমে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে ২৬৫ রানে আটকে ফেলার পর সাকিব আল হাসান (১১৪) ও মাহমুদউল্লাহ রিয়াদের (১০২*) সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখে
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
ম্যাচটি ৫ উইকেটে জিতেছিল তারা। এ ছাড়া সর্বশেষ ২০২৩ সালের সফরেও নিউজিল্যান্ডকে তাদের মাটিতে (নেপিয়ার) ৯ উইকেটে হারানোর সুখস্মৃতি রয়েছে টাইগারদের। অতীত সাফল্যও টাইগারদের আজকের ম্যাচের আগে অনুপ্রেরণা জোগাচ্ছে। নাজমুল হোসেন বলেছিলেন, ‘সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা (২০১৭) খেলেছি, ভালো একটা স্মৃতি ছিল। সেমিফাইনাল খেলেছিলাম। অবশ্যই এটা বাড়তি অনুপ্রেরণা দেবে আমাদের।’
নিউজিল্যান্ড ম্যাচের ভেন্যু পাকিস্তানের রাওয়ালপিন্ডি। এখানেও টাইগারদের সুখস্মৃতি রয়েছে; যদিও তা সাদা পোশাকের ক্রিকেটে। গত বছরের আগস্টে পাকিস্তান সফরে স্বাগতিকদের দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ (২-০) করার স্মৃতিটা এখনও তরতাজা টাইগারদের। সেই রাওয়ালপিন্ডিতেই আজ নিউজিল্যান্ডকে মোকাবিলা করবেন তারা। র্যাংকিংয়ে ব্ল্যাক ক্যাপসরা (৪) এগিয়ে থাকলেও আত্মবিশ^াসী শান্ত মনে করেন, ৫০ ওভারের ক্রিকেট হওয়ায় নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘এই সংস্করণে আমাদের দল বেশ ভারসাম্যপূর্ণ এবং আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে যে কোনো দলকে আমরা হারাতে পারি। সব দলই ট্রফি জয়ের সামর্থ্য রাখে। তবে আমি এমন একজন, প্রতিপক্ষ নিয়ে খুব বেশি যে ভাবে না। আমরা যদি নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করতে পারি যথাযথভাবে, যে কোনো দিনে যে কোনো দলকে হারাতে পারি আমরা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে একাদশে ২-১টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। দলে ফেরার সম্ভাবনা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানার। তবে বেস্ট ইলেভেন কেমন হবে তা চূড়ান্ত হবে আজ। একাদশ যেমনই হোক না কেন, নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ‘নিউজিল্যান্ড-বধ’ করাটাই এখন একমাত্র লক্ষ্য টাইগারদের! পারবেন তো শান্তরা?