ভিন্ন রেকর্ডে শচীন ও আজহারউদ্দিনকে ছাড়িয়ে গেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪২
শেয়ার :
ভিন্ন রেকর্ডে শচীন ও আজহারউদ্দিনকে ছাড়িয়ে গেলেন কোহলি

অনেকদিন ধরেই চেনা ফর্মে নেই ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। তারপরও রেকর্ড লুটোপুটি খাচ্ছে তার পায়ের কাছে। আজ রবিবার চ্যাম্পিয়নস লিগে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে ভারতের সাবেক দুই ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও মোহাম্মদ আজহারউদ্দিনকে ছাড়িয়ে গেলেন কোহলি। 

ক্যাচ ধরার রেকর্ড গড়ে আজহারউদ্দিনকে ছাড়িয়েছেন কোহলি। পাকিস্তান ইনিংসের সময়েই রেকর্ডটি হয়ে যায় তার। ম্যাচে দুইটি ক্যাচ ধরা কোহলির ওয়ানডেতে এখন ক্যাচ ১৫৮টি। দুইয়ে থাকা আজহারউদ্দিনের ক্যাচ সংখ্যা ১৫৬টি। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শচীনকে ছাড়ান কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে শচীন ও শ্রীলংকার কুমার সাঙ্গাকারার পর এদিন ১৪ হাজার রান পূর্ণ করেন কোহলি। তবে একটি দিক দিয়ে দুই পূর্বসূরীকে ছাড়িয়ে গেছেন ভারতের এই ব্যাটার। তাদের চেয়ে দ্রুতগতিতে এই ক্লাবে পৌঁছেছেন তিনি। 

কোহলি ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মাত্র ২৮৭ ইনিংসে। যেখানে শচীনের লেগেছিল ৩৫০ ইনিংস। ২০১৫ সালে ১৪ হাজার পূর্ণ করা সাঙ্গাকারার লেগেছিল ৩৭৮ ইনিংস। এই পাকিস্তানের বিপক্ষেই ২০২৩ সালের সেপ্টেম্বরে ১৩ হাজার রান পূর্ন করেছিলেন কোহলি। সেটি করতে লেগেছিল তার ২৭৭ ইনিংস। অর্থাৎ, মাত্র ১০ ইনিংস পরই রানসংখ্যা হাজার বাড়িয়েছেন তিনি।