১১ বলে ওভার /
লজ্জার রেকর্ডে তিনে শামি, শীর্ষে এক বাংলাদেশি
পাকিস্তানের বিপক্ষে বহুল আকাঙ্ক্ষিত ম্যাচে মাঠে নেমেছে ভারত। ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। প্রথম ওভারে ভারত অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন পেসার মোহাম্মদ শামির হাতে। প্রথম ওভার করতে নেমেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লেন তিনি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে চলমান এই ম্যাচে প্রথম ওভার শেষ করতে শামিকে ১১ বার বল ছুঁড়তে হয়েছে। ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে এটি যৌভভাবে সবচেয়ে দীর্ঘ ওভার। এর আগে ১১ বলের ওভার করেছেন জহির খান আর ইরফান পাঠানের মতো তারকাকেও। জহির অবশ্য আরও ছয়বার ১০ বলের ওভার করেছেন।
পাকিস্তানের হয়ে এদিন ওপেনিংয়ে নামেন বাবর আজম ও ইমাম-উল-হক। প্রথমে স্ট্রাইকপ্রান্তে ছিলেন ইমাম। প্রথম ওভারে ৬ রান দেন শামি। এর মধ্যে ৫টিই দেন ওয়াইড। লাইন-লেন্থ ঠিকমতো বজায় রাখতে পারেননি তিনি। ব্যাট থেকে এক রান নিতে সক্ষম হন ইমাম।
চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে শামির এই ওভার তৃতীয় দীর্ঘতম। এই টুর্নামেন্টে যৌথভাবে দীর্ঘতম ওভার করার অনাকাঙ্ক্ষিত রেকর্ড বাংলাদেশের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত ও জিম্বাবুয়ের সাবেক পেসার তিনাশে পানিয়াঙ্গারার। দুজনেরই ওভার শেষ করতে লেগেছিল ১৩ বল।