১০ জনের দল নিয়েও মেসি ঝলকে মায়ামির নাটকীয় ড্র
ম্যাচের ৮০ মিনিটের বেশি ১০ জনের দল নিয়ে খেলেছে ইন্টার মায়ামি। তবুও লিওনেল মেসির দুই অ্যাসিস্টে মেজর লিগ সকারে নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে ২-২ গোলের নাটকীয় ড্র পেয়েঠে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা।
এদিন খেলার ৯০তম মিনিট শেষে যোগ করা হয় ১১ মিনিট। এর দশম মিনিটে মেসি দেখালেন ম্যাচে তার শেষ ঝলক। মাঝমাঠের একটু ওপরে তেলাস্কো সেগোভিয়ার কাছ থেকে বল পেয়ে তিনি ছুটলেন। বল নিয়ে চোখের পলকে ছুটে পৌঁছে গেলেন প্রতিপক্ষের বক্সের কাছে। তাকে ঘিরে আছেন তখন প্রতিপক্ষের চারজন। এর মাঝ দিয়েই দারুণভাবে বল বাড়িয়ে দিলেন তিনি বক্সের ভেতরে। সেই সেগোভিয়া ছুটে গিয়ে অপেক্ষা করছিলেন বলের। আলতো করে নান্দনিকভাবে চিপ করে গোলকিপারের ওপর দিয়ে তিনি বল পাঠিয়ে দিলেন জালে।
আজ রবিবার মেজর লিগ সকারের নতুন মৌসুমে দুই দলেরই প্রথম ম্যাচ এটি। তবে গোল না পেলেও মায়ামির দুটি গোলই আসে মেসির সহায়তায়। কিন্তু প্রথম গোলটি করা তমাস আভিলেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ২৩ মিনিটে। ম্যাচ শেষ হয় ১০৫তম মিনিটে। ৮২ মিনিট ১০ জন নিয়েই খেলে মায়ামি।
মায়ামি নিজেদের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায়। জর্দি আলবার দারুণ পাস থেকে বক্সের ভেতর বল পান মেসি। পাশে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে তিনি বল বাড়ান আভিলেসের দিকে। আর্জেন্টাইন ডিফেন্ডার স্লাইড করে আলতো করে বল পাঠিয়ে দেন জালে।
১৮ মিনিট পর আলোন্সো মার্তিনেসকে পেছন থেকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন সেই আভিলেসই। দুই মিনিট পর সমতায় ফেরে নিউ ইয়র্ক। ৫৫তম মিনিটে জর্দি আলবার মারাত্মক ভুল থেকে বল পেয়ে নিউ ইয়র্ককে এগিয়ে দেন মার্তিনেস। মায়ামি ১০ জন নিয়েও দারুণ চাপ তৈরি করে বেশ কিছু সুযোগ আদায় করে নেয়। কিন্তু গোল হচ্ছিল না।
শেষ পর্যন্ত শেষ সময়ে সেগোভিয়ার সেই গোল। মেজর লিগ সকারে কোচ হিসেবে প্রথম ম্যাচে নাটকীয়ভাবে পয়েন্ট পেয়ে খ্যাপাটে উদযাপনে মেতে ওঠেন কোচ হাভিয়ের মাসচেরানো।