ডাকেটের ইতিহাস গড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের রেকর্ড সর্বোচ্চ রান
ইনিংসের দ্বিতীয় বলে ব্যাটিং শুরু করা বেন ডাকেট থামলেন ৪৮তম ওভারের দ্বিতীয় বলে। এই সময়ে গড়লেন ইতিহাস। ১৪৩ বলে ১৬৫ রানের ম্যারাথন ইনিংসে দলকে এনে দিলেন ৩৫১ রানের পাহাড়সম সংগ্রহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের এই রান চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসেই সর্বোচ্চ। ডাকেটের ১৬৫ রানও টুর্নামেন্টটির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ।
লাহোরে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ইংলিশ ব্যাটারদের হাতে দুরমুশ হয়ে হতাশ হয়েই ফিরতে হয়েছে স্টিভেন স্মিথের দলকে। ডাকেট ছাড়া ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান এসেছে জো রুটের ব্যাটে।
ইংল্যান্ডের হয়ে আর কোনো ব্যাটার ত্রিশ রানও করতে পারেননি। শেষদিকে ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রান করে দলকে সাড়ে তিন শ পার করতে সাহায্য করেছেন জোফরা আর্চার। ২৩ রান এসেছে অধিনায়ক জস বাটলারের ব্যাটে।
প্যাট কামিন্স, জস হ্যাজলউড মিচেল স্টার্ক ছাড়া অস্ট্রেলিয়ার বোলিং ছিল নখদন্তবিহীন। কেউই ইংলিশ ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করতে পারেননি। লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ২ উইকেট নিলেও ১০ ওভারে ৬৪ রান দিয়েছে। শেষদিকে ২ উইকেট নেওয়া মারনাস লাবুশেন ৫ ওভারে দিয়েছেন ৪১ রান। ছয়ের নিচে ইকোনমি ছিল কেবল নাথান এলিসের; ১০-০-৫১-০।
১৬৫ রান করার পথে ডাকেট ১৭টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটি প্রথম দেড় শ রানের ইনিংস। ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে নাথান অ্যাস্টল ও ২০০২ সালে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার করেছিলেন ১৬৫ রান। যা এতদিন ছিল সর্বোচ্চ ব্যক্তিগত রান।
এদিকে, ইংল্যান্ড ছাড়া চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় সাড়ে তিন শ করতে পারেনি কোনো দলই। এর আগে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৪৭ রান করেছিল নিউজিল্যান্ড। সেই ইনিংস এখন নেমে গেছে দুইয়ে।