ফকিরেরপুলকে ৬-১ গোলে উড়িয়ে দিল আবাহনী

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৩
শেয়ার :
ফকিরেরপুলকে ৬-১ গোলে উড়িয়ে দিল আবাহনী

লিগ টেবিলের দুই নম্বর দল আবাহনীকে প্রথমে গোল দিয়ে চমকে দিয়েছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা ৬টি গোল আদায় করলেন আবাহনীর ফুটবলাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের অন্য ম্যাচে বিলের তলানির দল চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারাল বসুন্ধরা কিংস। 

আজকের জয়ের পর দশম রাউন্ড শেষে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে আবাহনী। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা কিংসের পয়েন্ট ২০। ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে মোহামেডান। 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে চতুর্দশ মিনিটেই ফকিরেরপুলকে এগিয়ে নেন সায়েম হাসান। শক্তিশালী আবাহনীর গোল শোধ করতে লাগে আরও ২৫ মিনিট। ৩৯তম মিনিটে ম্যাচে সমতা আনেন মোহাম্মদ হৃদয়। সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করে দুই দল। 

দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় আবাহনী। ৫৪তিম মিনিটে সেই হৃদয়ের বানানো বল থেকে আবাহনীকে এগিয়ে নেন এনামুল ইসলাম গাজী। ৬১তম মিনিটে আরও এক গোল দেন এই ফরোয়ার্ড। এরপর ৭৮তম মিনিটে ইব্রাহিম, ৮১তম মিনিটে জাফর ইকবাল ফকিরেরপুলের জালে বল জড়ান। শেষে মিরাজুল ইসলাম গোল দিয়ে ব্যবধান ৬-১ করে মাঠ ছাড়েন। 

গোল পেয়েছেন কিংসের মিগেল দামাশেনো। ছবি: সংগৃহীত

অন্য ম্যাচে ২০তম মিনিটেই প্রথম গোল পায় কিংস। দারুণ গোল আদায় করেন ফয়সাল আহমেদ ফাহিম। আট মিনিট পরই ব্যবধান বাড়ায় কিংস। রাকিব হোসেনের শট চট্টগ্রাম আবাহনীর রাকিব খান ইভানের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। গোল আদায় করতে কোনো ভুল করেননি কিংসের ব্রাজিলিয়ান তারকা মিগেল ফিগেইরা দামাশেনো। এরপর ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও আর কোনো গোল হয়নি।