বাংলাদেশ ম্যাচের মতো ভুল ভারত আবারও করলে জিতবে পাকিস্তান: আমির
মাঠের লড়াই যেমনই হোক, দর্শক উত্তেজনা কিংবা আয়ের দিক দিয়ে ভারত-পাকিস্তান লড়াই থাকে শীর্ষে। তাইতো এই দুই দলকে ঘিরেই অনেক সময় তৈরি করা হয় আইসিসি কিংবা এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) কোনো টুর্নামেন্টের সূচি। বেশিরভাগ সময়ই দেখা যায়, দল দুইটি প্রথম পর্ব একই গ্রুপে খেলে থাকে। চলমান চ্যাম্পিয়নস ট্রফিও এর ব্যতিক্রম নয়, দুইটি দলই খেলছে ‘এ’ গ্রুপে। আগামীকাল রবিবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়াই করবে ভারত ও পাকিস্তান।
ম্যাচের আগে দুই দলের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে চলছে চুলচেঁরা বিশ্লেষণ, যুদ্ধজয়ের কৌশল সাজাচ্ছে দুই দলই। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে হেরে গেলেও বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ভারত। তবে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মনে করেন, বাংলাদেশ ম্যাচে অনেকগুলো ভুল করেছে ভারত। ভারতকে কাগজে-কলমে শক্তিশালী দল মানলেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সেই ভুলের পুনরাবৃত্তি করলে পাকিস্তানের জয়ের সম্ভাবনা বেশি থাকবে বলেও মনে করেন তিনি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘ভারত ও পাকিস্তান ম্যাচের দিন যারা কম ভুল করবে, তারাই জিতবে।’
‘ভারত কাগজে-কলমে সত্যিই শক্তিশালী দল। দ্বিপক্ষীয় সিরিজে (ইংল্যান্ডের বিপক্ষে) যদি তাদের পারফরম্যান্স দেখি, তারা দুর্দান্ত খেলেছে। কিন্তু (চ্যাম্পিয়নস ট্রফির) প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তারা অনেক ভুল করেছে। এখন পাকিস্তানের বিপক্ষে আসন্ন বড় ম্যাচে ভারত যদি একই ভুলের পুনরাবৃত্তি করে, তাহলে জয়ের ভালো সুযোগ থাকবে পাকিস্তানের সামনে।’
ভারতের বিপক্ষে একটি জয় পাকিস্তানকে আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে বলেও বিশ্বাস আমিরের। ফলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তার দেশ খেলতে পারবে বলেও বিশ্বাস জন্মাবে দেশটির। আগামীকালের ম্যাচে পাকিস্তান একাদশে তেমন পরিবর্তন আনবে না বলেও মনে করেন আমির।
চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। আইসিসির অন্যান্য টুর্নামেন্টে জয়ের দিক দিয়ে ভারত এগিয়ে থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে এগিয়ে পাকিস্তান। তাদের তিন জয়ের বিপরীতে ভারতের জয় দুইটিতে। ২০১৭ সালেও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ভারত। সবমিলিয়ে ১৩৫ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে ভারতের ৫৭ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে ৭৩ বার।