চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮
শেয়ার :
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় কে কার মুখোমুখি

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম রাউন্ডের পর হয়েছে প্লে-অফ। সেখান থেকে নির্ধারিত হয়েছে শেষ ষোলোতে খেলছে কারা। সুইজারল্যান্ডের নিওনে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে কিছুক্ষণ আগে ২০২৪-২৫ মৌসুমের শেষ ষোলো পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। 

শেষ ষোলোতে দারুণ কিছু জমজমাট ম্যাচ অপেক্ষা করছে। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। তবে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছে। তারা লড়বে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিরুদ্ধে। 

চলতি চ্যাম্পিয়নস লিগে সবার ওপরে থেকে গ্রুপপর্ব শেষ করা লিভারপুল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইকে। বায়ার্ন মিউনিখ পেয়েছে তাদের লিগ প্রতিপক্ষ বায়ার লেভারকুসেনকে। 

শেষ ষোলোয় মুখোমুখি যারা:

রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ

লিভারপুল-পিএসজি

বার্সেলোনা-বেনফিকা

বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন

আর্সেনাল-পিএসভি আইন্দহোভেন

ফেইনুর্ড-ইন্টার মিলান

ক্লাব ব্রুজ-অ্যাস্টন ভিলা

বরুশিয়া ডর্টমুন্ড-লিল