শেবাগ বললেন /
এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা পাকিস্তান নয়
বাংলাদেশের ক্রিকেট প্রশ্নে সবসময়ই চাঁচাছোলা সমালোচনা করে থাকেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের পর সেই চেনা সুরেই কথা বললেন তিনি।
ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটের বড় হার দেখে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ১৪৪ রান তুলতে ৪ উইকেট হারানো দলে পরিণত হয়েছিল ভারত। যদিও শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ২১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রোহিত শর্মার দল।
গতকালের ম্যাচ বিশ্লেষণ করতে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে হাজির হয়েছিলেন শেবাগ। ভারত ১৪৪ রানে ৪ উইকেট চলে যাওয়ার পর কোনো শঙ্কায় ছিল কি না এমন প্রসঙ্গে প্রথমে হাসলেন শেবাগ। বিদ্রুপাত্মকভাবেই জানালেন, নাজমুল হোসেন শান্তর দলকে আসলে ভয় পাওয়ার কিছুই নেই।
শেবাগের ভাষ্য, ‘আমার মনে হয় না সমর্থকদের মধ্যে কোনো উত্তেজনা থাকত। এটা বাংলাদেশ... তোমরা আমাকে এত প্রশংসা করতে বাধ্য করেছ যেন তারা (বাংলাদেশ) একটি অসাধারণ দল।‘
বাংলাদেশকে ছোট দল হিসেবে মূল্যায়ন করে শেবাগ বলেন, ‘এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা পাকিস্তান নয় যে তারা অপ্রত্যাশিতভাবে খুব ভালো করবে। আমার মনে হয় না এই ম্যাচের সময় কোনও ভক্তের হৃদয়ে ১ শতাংশ ভয়ও ছিল।’
শেবাগ আরও জানান, ভুল সময়ে দু-একটি উইকেট না পড়লে ভারত আরও আগেই স্কোর তাড়া করে ফেলত, ‘এটা খুব সহজ খেলা ছিল। প্রায় চার ওভার বাকি থাকতেই জয় পেয়েছিল। গিল শান্ত ছিলেন, ধীরে খেলছিলেন। রোহিত শর্মা, বিরাট কোহলি অথবা শ্রেয়স আইয়ার যদি বেশিক্ষণ ক্রিজে থাকতেন, তাহলে দেখতাম এই ম্যাচটি ৩৫ ওভারেই শেষ হয়ে গেছে।’